ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গায়েবী ছাত্রীকে জায়েজ প্রধান শিক্ষক মনোজের অভিনব কূটকৌশল রাজধানী হাজারীবাগে নকশা ছাড়া সাততলা বাড়ি, জানেনা রাজউক নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ: রাজউকের নোটিশের জবাব দিতে গড়িমসি ভবন মালিকের নির্মম নির্যাতনের বিচার পাবেন কী ব্যারিস্টার সাকিলা ফারজানা? ঢাবি এলাকায় লম্পট বাবার যৌন নির্যাতনে মেয়ের মৃত্যু! নেত্রকোনায় আলোর ফেরিওয়ালা সেজে দুর্নীতির গডফাদার : অধ্যক্ষ ফারুকের বিচার ও অপসারণ দাবি যবিপ্রবির সামাজিক ক্লাব কতৃক -কোয়ান্টাম সাইন্স ফেস্ট -২০২৫ আয়োজন। পবিপ্রবিতে জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বিষয়ক কর্মশালা বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের! সাংবা‌দিক ও সাহি‌ত্যিক ইমতিয়াজ আহমেদ এর তৃতীয় গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’ থাক‌ছে বইমেলায়

‘মুক্তিযুদ্ধে নয়, ভাষণের সংগ্রামে ছিল আ.লীগ’

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে ১৯৭১ সালের ৭ মার্চ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের অবদান আছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু যুদ্ধে কোনো অবদান আওয়ামী লীগের নেই। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ছিল না। তারা (আওয়ামী লীগ) ছিল ভাষণের সংগ্রামে। মুজিবনগরে একদিনের জন্যও শেখ মুজিবুর রহমান ভিজিটে যাননি। এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পুঁজি।’

শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ‘বহুদলীয় গণতন্ত্র শহিদ জিয়া ও আজকের বাংলাদেশ’ শীর্ষক বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন, সেই অবদান আওয়ামী লীগের পক্ষে রাখা সম্ভব ছিল না, এখনো নেই। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, স্ত্রী ও সন্তানদের রেখে সরাসরি যুদ্ধে চলে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধের প্রথম ফোর্সের কমান্ডার। জেড ফোর্স হয়েছিল সবার আগে, বাকিগুলো হয়েছিল আরও আড়াই মাস পরে।’

তিনি বলেন, ‘যদি তেলিয়াপাড়া চা বাগানে যান, সেখানে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর আছে। ওই জায়গায় ১৯৭১ সালের ৪ এপ্রিল জেনারেল ওসমানী, মেজর জিয়া, মেজর সফিউল­াহ, মেজর রফিক-তাদের সঙ্গে প্রথম মুক্তিযুদ্ধের অগ্রগতি নিয়ে বৈঠক হয়েছিল। ওখানে একটি ছোট্ট বই আকারে আছে তা পড়লে দেখবেন। ওই বৈঠকে একটি প্রস্তাবনা ছিল অনতিবিলম্বে আওয়ামী লীগসহ দেশের যেসব রাজনৈতিক দল আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে হবে। অর্থাৎ ৪ এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি। এটা সরকারি দলিল এর স্বীকৃতি।’

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন-জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গণঅধিকার পরিষদের একাংশের কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ফারুক হাসান, লেবার পার্টির এসএম ইউসুফ আলী, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, আবদুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, কামরুজ্জামান চৌধুরী মুকুল, মনির হোসেন খান, নাসিমা নাজনিন সরকার, ছাত্র মিশনের সৈয়দ মো. মিলন, জাহিদুল ইসলাম জাহিদ, এনামুল হক প্রমুখ।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গায়েবী ছাত্রীকে জায়েজ প্রধান শিক্ষক মনোজের অভিনব কূটকৌশল

‘মুক্তিযুদ্ধে নয়, ভাষণের সংগ্রামে ছিল আ.লীগ’

আপডেট সময় ১২:১৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে ১৯৭১ সালের ৭ মার্চ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের অবদান আছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু যুদ্ধে কোনো অবদান আওয়ামী লীগের নেই। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ছিল না। তারা (আওয়ামী লীগ) ছিল ভাষণের সংগ্রামে। মুজিবনগরে একদিনের জন্যও শেখ মুজিবুর রহমান ভিজিটে যাননি। এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পুঁজি।’

শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ‘বহুদলীয় গণতন্ত্র শহিদ জিয়া ও আজকের বাংলাদেশ’ শীর্ষক বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন, সেই অবদান আওয়ামী লীগের পক্ষে রাখা সম্ভব ছিল না, এখনো নেই। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, স্ত্রী ও সন্তানদের রেখে সরাসরি যুদ্ধে চলে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধের প্রথম ফোর্সের কমান্ডার। জেড ফোর্স হয়েছিল সবার আগে, বাকিগুলো হয়েছিল আরও আড়াই মাস পরে।’

তিনি বলেন, ‘যদি তেলিয়াপাড়া চা বাগানে যান, সেখানে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর আছে। ওই জায়গায় ১৯৭১ সালের ৪ এপ্রিল জেনারেল ওসমানী, মেজর জিয়া, মেজর সফিউল­াহ, মেজর রফিক-তাদের সঙ্গে প্রথম মুক্তিযুদ্ধের অগ্রগতি নিয়ে বৈঠক হয়েছিল। ওখানে একটি ছোট্ট বই আকারে আছে তা পড়লে দেখবেন। ওই বৈঠকে একটি প্রস্তাবনা ছিল অনতিবিলম্বে আওয়ামী লীগসহ দেশের যেসব রাজনৈতিক দল আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে হবে। অর্থাৎ ৪ এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি। এটা সরকারি দলিল এর স্বীকৃতি।’

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন-জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গণঅধিকার পরিষদের একাংশের কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ফারুক হাসান, লেবার পার্টির এসএম ইউসুফ আলী, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, আবদুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, কামরুজ্জামান চৌধুরী মুকুল, মনির হোসেন খান, নাসিমা নাজনিন সরকার, ছাত্র মিশনের সৈয়দ মো. মিলন, জাহিদুল ইসলাম জাহিদ, এনামুল হক প্রমুখ।