বাগেরহাট জেলার ফকিরহাট সদর ইউনিয়নে চেয়ারম্যান খান জাহিদ হাসান ও তার গাড়িচালক মুন্না হত্যা মামলায় আসামি আলমগীর হোসেন ওরফে বাঘাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া মামলার প্রধান আসামি ফকিরহাট উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শেখ হারুন-অর রশিদসহ ১১ জনকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাসনিম জোহরা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আলমগীর হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ১৮ মে খুলনা থেকে ফকিরহাটে যাওয়ার পথে রূপসার কুদির বটতলায় হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় খান জাহিদ হাসানের স্ত্রী শিরিনা আক্তার কিসলু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শেখ হারুন-অর রশিদসহ ১২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।