নরসিংদী রায়পুরাতে ঢাকা সিলেট হাইওয়ে রোডে ০৬ জুন ২০২৪ সকাল ১১.৫০ ঘটিকায় রায়পুরা থানাধীন মাহমুদাবাদ টানপাড়া নামক স্থানে রায়পুরা থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র AK-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও ০২ টি ম্যাকজিন উদ্ধারসহ ১জন গ্ৰেফতার,
আটকৃত মোঃ হামিম হোসেন ফাহিম @ আরিফ (৩২) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বালিয়ারি গ্ৰামের মোঃ সেলিম হোসেনের ছেলে।