ইসরাইলি বাহিনী পশ্চিম তীরে ৩০ ফিলিস্তিনিকে আটক করেছে। তাদের আটকের বিষয়টি মঙ্গলবার জানিয়েছে ফিলিস্তিনি বন্দি সোসাইটি।
ফিলিস্তিনি বন্দি সোসাইটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অন্তত ৩০ জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার বাহিনী। হেবরন, বেথলেহেম ও নাবলুস এলাকা থেকে বেশি আটক করা হয়েছে।
আটকদের মধ্যে এক জন নারী ও সাবেক কারাবন্দি রয়েছেন বলেও সংস্থাটি জানিয়েছে।
সোসাইটি জানিয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনে পর পশ্চিম তীর থেকে এখন পর্যন্ত আট হাজার ৬৪০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।