তাইওয়ানের নিয়ন্ত্রণে থাকা কিনমেন দ্বীপের কাছে একটি মাছ ধরা ট্রলার উল্টে যাওয়ার পর চীনের অনুরোধে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে তাইওয়ানের কোস্ট গার্ড।
স্পর্শকাতর তাইওয়ান প্রণালীতে চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার ভোররাতে চীনের মাছ ধরার ট্রলারটি উল্টে যায়। খবর এনডিটিভির
তাইওয়ানের কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, ট্রলারটি দুর্ঘটনায় পড়ার পর উভয় দেশের কর্তৃপক্ষই ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ পাঠায়।
উভয়পক্ষের উদ্ধারকারী দলগুলো দুইজনকে জীবিত ও দু’টি মৃতদেহ উদ্ধার করেছে, আরও দুইজন নিখোঁজ রয়েছেন।
তাইওয়ানের কোস্ট গার্ড প্রধান চৌ মেই-উ দেশটির এক পার্লামেন্টারি কমিটিকে জানিয়েছেন, চীনের কর্তৃপক্ষ সহায়তা চাওয়ার পর ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ পাঠিয়েছে তারা। এ ধরনের সাহায্যের অনুরোধ একটি সাধারণ ঘটনা। গত তিন বছরে এ ধরনের প্রচেষ্টায় ১১৯ জন মানুষ প্রাণে রক্ষা পেয়েছে।
তিনি বলেছেন, কিনমেন-শিয়ামেন (এলাকার) আশপাশের জলপথ খুব সংকীর্ণ। সেখানে তাইওয়ান ও চীনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাইওয়ানের কিনমেন দ্বীপের পশ্চিম পাশেই চীনের শিয়ামেন দ্বীপের অবস্থান। দুই দ্বীপের মধ্যবর্তী দূরত্ব পাঁচ কিলোমিটারের মতো।
কোস্ট গার্ড জানিয়েছে, চীনের মাছ ধরা ট্রলারটি তাইওয়ানের ডংডিং দ্বীপ থেকে প্রায় ১ দশমিক শূন্য সাত নটিক্যাল মাইল পশ্চিমে উল্টে যায়। উদ্ধার অভিযানে চীনের ছয়টি জাহাজ ও তাইওয়ানের চারটি জাহাজ অংশ নিয়েছে। সেখানে মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
এক বিবৃতিতে তাইওয়ানের কিনমেনের প্রতিরক্ষা কমান্ড জানিয়েছে, তাদের দ্বীপে জীবিত কোনো চীনা নাগরিককে পাওয়া গেলে তাকে তারা কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করবে, তবে চীনের কর্তৃপক্ষ নিখোঁজ জেলেদের খোঁজে দ্বীপে কোনো তল্লাশি অভিযান চালানোর অনুরোধ করেনি।