ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধের মধ্যেই রাশিয়ায় ভোট, ভোটারদের উদ্দেশে যে আহ্বান পুতিনের

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে ভোটগ্রহণ চলবে আগামী রোববার পর্যন্ত। এই নির্বাচনে রাশিয়ার সব ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তাসের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, এক ভিডিওবার্তায় পুতিন এ আহ্বান জানান।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাশিয়ার এই প্রেসিডেন্ট ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলসহ দেশের সব ভোটারকে ভোট প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে বলেন।

ভিডিওবার্তায় পুতিন আরও বলেন, ‘আমাদের এখন ঐক্য ও সংঘবদ্ধ হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া অত্যাবশ্যক। আপনাদের দেওয়া প্রতিটি ভোটই মূল্যবান। আগামী তিন দিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি। ‘

২০০০ সাল থেকে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন ৭১ বছর বয়সি পুতিন। এবারের নির্বাচনেও তিনিই জয়ী হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনে তিনি ছাড়াও আর তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও তাদের কেউ-ই পুতিনের সমালোচনা করেননি।

একাধিক মতামত জরিপে পুতিনকে অধিকাংশ রাশিয়ান নাগরিকের সমর্থন পেতে দেখা গেছে। গত মাসের এক জরিপে পুতিন ৭৫ শতাংশ মানুষের সমর্থন পেয়েছিলেন।

এবারের নির্বাচনে যে দুই প্রার্থী ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে লড়তে চেয়েছিলেন, তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের মধ্যেই রাশিয়ায় ভোট, ভোটারদের উদ্দেশে যে আহ্বান পুতিনের

আপডেট সময় ০৪:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে ভোটগ্রহণ চলবে আগামী রোববার পর্যন্ত। এই নির্বাচনে রাশিয়ার সব ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তাসের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, এক ভিডিওবার্তায় পুতিন এ আহ্বান জানান।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাশিয়ার এই প্রেসিডেন্ট ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলসহ দেশের সব ভোটারকে ভোট প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে বলেন।

ভিডিওবার্তায় পুতিন আরও বলেন, ‘আমাদের এখন ঐক্য ও সংঘবদ্ধ হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া অত্যাবশ্যক। আপনাদের দেওয়া প্রতিটি ভোটই মূল্যবান। আগামী তিন দিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি। ‘

২০০০ সাল থেকে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন ৭১ বছর বয়সি পুতিন। এবারের নির্বাচনেও তিনিই জয়ী হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনে তিনি ছাড়াও আর তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও তাদের কেউ-ই পুতিনের সমালোচনা করেননি।

একাধিক মতামত জরিপে পুতিনকে অধিকাংশ রাশিয়ান নাগরিকের সমর্থন পেতে দেখা গেছে। গত মাসের এক জরিপে পুতিন ৭৫ শতাংশ মানুষের সমর্থন পেয়েছিলেন।

এবারের নির্বাচনে যে দুই প্রার্থী ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে লড়তে চেয়েছিলেন, তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে।