২০২১ সালের তুলনায় ২০২২ সালে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের।
জুলাই ২০২১ থেকে জুন ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৫ পয়সা। যা এর আগের বছর ছিল ৩ টাকা ৭৪ পয়সা। অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২১ পয়সা করে।
কিন্তু কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের সেই পরিমাণ লভ্যাংশ দিচ্ছে না। বরং গত বছরের চেয়েও আর ৪ শতাংশ কম লভ্যাংশ দিচ্ছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য মতে, ৩০ জুন সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আজ মঙ্গলবার বিকন ফার্মার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা ৬০ পয়সা করে মোট ৩৬ কোটি ৯৬ লাখ টাকা দেবে। ২৩ কোটি ১০ লাখ শেয়ারহোল্ডারদের এই টাকা দেবে।
এর আগের বছর শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তার মধ্যে ১৫ শতাংশ নগদ (১ টাকা ৫০ পয়সা) ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি সচিব খলিলুর রহমান। তিনি বলেন, আজকে কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির ২৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর। ওইদিন ডিজিটাল প্লাটফর্মে সকাল ১১টায় কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
২০১০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩১৬ টাকায়। কোম্পানির রিজার্ভ রয়েছে ৩০৪ কোটি ৪৯ লাখ টাকা।
কোম্পানির ২৩ কোটি ১০ লাখ শেয়ারহোল্ডারদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৬ দশমিক ৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৩ দশমিক ৯১ শতাংশ শেয়ার।