প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার তীব্র সংকটে ফের পাশে দাঁড়াল ভারত। দ্বীপরাষ্ট্রে আশঙ্কাজনক হারে কমে গেছে ডিমের উৎপাদন। তাই চাহিদা মেটাতে দেশটিতে ৫ টি খামার থেকে প্রতিদিন মোট ১০ লাখ ডিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
বৃহস্পতিবার (১ জুন) এ তথ্য জানিয়েছেন দ্বীপরাষ্ট্রের সর্বোচ্চ লেনদেন সংস্থা শ্রীলঙ্কা স্টেট ট্রেডিং করপোরেশন (এসটিসি) চেয়ারম্যান আসিরি ভালিসুন্দরা।
তিনি জানান, এর আগে ভারতের দু’টি খামার থেকে ২০ লাখ ডিম আমদানি করা হয়েছিল। যার মধ্যে ১০ লাখ ডিম ইতোমধ্যেই বাজারে পৌঁছেছে।
শ্রীলঙ্কার অ্যানিমাল প্রোডাকশন ডিপার্টমেন্ট আরও ৩টি ভারতীয় খামার থেকে ডিম আমদানির বিষয়ে অনুমোদন দিয়েছে। আমদানিকৃত ডিম সংগ্রহ করছে শ্রীলঙ্কার বেকারি, বিস্কুটের কোম্পানি, রেস্তরা এবং ক্যাটারিং সংস্থাগুলো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু