ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হলদিয়া বন্দর : সাগরেই জাহাজের পণ্য খালাস

বিশাল দুটি জাহাজ কার্গো নিয়ে এসেছে ভারতের হলদিয়া বন্দরে। জাহাজ দু’টি নোঙর করা হয়েছে বঙ্গোপসাগরে। এই জাহাজ দুটি দিয়েই ইতিহাসে নাম লেখাল হলদিয়া বন্দর। কারণ, বন্দরে প্রবেশ না করেই সাগরেই ভামসান ক্রেনের সাহায্যে জাহাজ দুটির পণ্য খালাস করা হচ্ছে।  

বঙ্গোপসাগরে নোঙর করা দুটি কেপ সাইজের জাহাজের একটি এম ভি স্কারলেট। জাহাজটি এতটাই বিশাল যে হলদিয়া বন্দরে নোঙর করা সম্ভব ছিল না। ফলে বন্দর থেকে ২৮ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের কাছে সাগরে সেটি নোঙর করানো হয়। সেখানেই ভাসমান ক্রেনের সাহায্যে ছোট ভেসেলে পণ্য বন্দরে নেওয়া হচ্ছে।

এম ভি স্কারলেটে রয়েছে ৫০ হাজার মেট্রিক টন কয়লা। ওই জাহাজটি ছাড়াও ইন্দোনেশিয়া থেকে আসা আরেক জাহাজ এম ভি গোল্ডেনেও রয়েছে স্টিম কয়লা। এতে রয়েছে ৪৭ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা।

এর আগে কেপ সাইজের মতো বড় জাহাজ হলদিয়া বন্দর থেকে ১৫o কিলোমিটার দূরে স্যান্ডহেডে আসতো। সেখানে পানির গভীরতা ৫০ মিটার। কিন্তু স্যান্ডহেডে পানির রোলিং তীব্র থাকায় সমস্যা হয়। সে ক্ষেত্রে পণ্য খালাসে সাগর হতে পারে ‘গেম চেঞ্জার’। এমনই মনে করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

হলদিয়া বন্দর : সাগরেই জাহাজের পণ্য খালাস

আপডেট সময় ০১:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

বিশাল দুটি জাহাজ কার্গো নিয়ে এসেছে ভারতের হলদিয়া বন্দরে। জাহাজ দু’টি নোঙর করা হয়েছে বঙ্গোপসাগরে। এই জাহাজ দুটি দিয়েই ইতিহাসে নাম লেখাল হলদিয়া বন্দর। কারণ, বন্দরে প্রবেশ না করেই সাগরেই ভামসান ক্রেনের সাহায্যে জাহাজ দুটির পণ্য খালাস করা হচ্ছে।  

বঙ্গোপসাগরে নোঙর করা দুটি কেপ সাইজের জাহাজের একটি এম ভি স্কারলেট। জাহাজটি এতটাই বিশাল যে হলদিয়া বন্দরে নোঙর করা সম্ভব ছিল না। ফলে বন্দর থেকে ২৮ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের কাছে সাগরে সেটি নোঙর করানো হয়। সেখানেই ভাসমান ক্রেনের সাহায্যে ছোট ভেসেলে পণ্য বন্দরে নেওয়া হচ্ছে।

এম ভি স্কারলেটে রয়েছে ৫০ হাজার মেট্রিক টন কয়লা। ওই জাহাজটি ছাড়াও ইন্দোনেশিয়া থেকে আসা আরেক জাহাজ এম ভি গোল্ডেনেও রয়েছে স্টিম কয়লা। এতে রয়েছে ৪৭ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা।

এর আগে কেপ সাইজের মতো বড় জাহাজ হলদিয়া বন্দর থেকে ১৫o কিলোমিটার দূরে স্যান্ডহেডে আসতো। সেখানে পানির গভীরতা ৫০ মিটার। কিন্তু স্যান্ডহেডে পানির রোলিং তীব্র থাকায় সমস্যা হয়। সে ক্ষেত্রে পণ্য খালাসে সাগর হতে পারে ‘গেম চেঞ্জার’। এমনই মনে করা হচ্ছে।