ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মদনে আ.লীগ নেতাসহ ২৮ নেতাকর্মী জেলহাজতে নির্মাণসামগ্রী না কেনায় শিক্ষককে ছাত্রদল নেতার পিটুনির প্রতিবাদ আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাই: প্রধান উপদেষ্টা জয় বাংলা স্লোগান নয়, কিশোর গ্রুপের বিরোধে দুই হত্যাকাণ্ড বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার দাবি জামায়াতের কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক দল সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ ফরিদপুরে সড়কে ঝরল চার প্রাণ, আহত ৩০ জাতীয় ও স্থানীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয় : ইসি কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১

হাতিকে নিয়ে প্রামাণ্যচিত্র বানিয়ে অস্কার জিতল ভারত

সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া ও জঁমকালো আয়োজনে সোমবার (১৩ মার্চ) শেষ হয়েছে ৯৫তম অস্কার অনুষ্ঠান। এবারের অস্কারে ‘সেরা স্বল্পদৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ভারতীয় নির্মাতাদের তৈরি প্রামাণ্যচিত্র ‘দ্য এলিফেন্ট হুইসপার্স।’

এ প্রামাণ্যচিত্রটিতে রাঘু নামের একটি হাতি শাবক ও এর লালন-পালনকারীদের মধ্যকার গভীর সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই হাতিটিকে পরিত্যক্ত অবস্থায় পান ভারতের তামিল নাড়ুর এক দম্পত্তি। এরপর এটিকে নিজেদের সন্তানের মতো করে লালন-পালন করতে থাকেন তারা।

নেটফ্লিক্সে প্রচারিত এ প্রামাণ্যচিত্রটি হলআউট, হাউ ডু ইউ মেজার এ ইয়ার, দ্য মার্থা মিচেল এফেক্ট এবং স্ট্রেন্জার অ্যাট দ্য গেটের মতো প্রামাণ্যচিত্রগুলোকে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতে নিয়েছে।

আর স্বল্পদৈর্ঘ্যর এ প্রামাণ্যচিত্রের মাধ্যমে অস্কার জেতার পর বিষয়টি নিয়ে টুইটারে ঝড় তুলেছেন ভারতীয় নেটিজেনরা। নেটফ্লিক্স ভারত এক টুইটে লিখেছে, ‘হুইসপার্স (ফিসফিস) হুঙ্কারে পরিণত হয়েছে।’

এছাড়া সেরা অরিজিনাল গান জেতা আরআরআর সিনেমাও প্রামাণ্যচিত্রটির প্রশংসা করেছে।

তামিল নাড়ুর কর্মকর্তা সুপ্রিয়া সাহু টুইটে লিখেছেন, ‘কি অসাধারণ খবর। দ্য এলিফেন্ট হুইসপার্স সেরা স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতে অস্কার জিতেছে। তামিল নাড়ুর বন বিভাগের জন্য বড় গর্বের বিষয় এটি।’

দ্য এলিফেন্ট হুইসপার্স প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন কার্তিকী গনজালভেস এবং গুনেত মঙ্গা। পুরস্কার পাওয়ার পর কার্তিকী বলেছেন, ‘আমাদের সঙ্গে প্রকৃতির পবিত্র বন্ধনের ব্যাপারে কথা বলতে আজ আমি এখানে দাঁড়িয়েছি। আমি এখানে দাঁড়িয়েছি আদিবাসী সম্প্রদায়ের জন্য। আমি অ্যাকাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই আদিবাসী মানুষ ও জীব-জন্তুকে নিয়ে আমাদের তৈরি প্রামাণ্যচিত্রকে স্বীকৃতি দেওয়ার জন্য।’

দ্য এলিফেন্ট হুইসপার্স প্রামাণচিত্রটি ধারণ করা হয়েছে ভারতের তামিল নাড়ুর মুদুমালাই জাতীয় পার্কে। এটি রাঘু নামের একটি হাতি এবং তার পরিচর্যাকারী আদিবাসী সম্প্রদায়ের বোমান এবং বেল্লির গল্প। এই প্রামাণ্যচিত্রে শুধুমাত্র একটি হাতি ও মানুষের মধ্যে থাকা সম্পর্কটি তুলে ধরা হয়নি, এটিতে তুলে ধরা হয়েছে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য্যও। দ্য এলিফেন্ড হুইসপার্স ২০২২ সালের ডিসেম্বরে নেটফ্লিক্সে প্রকাশ করা হয়। এর আগে নভেম্বরে নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভালে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মদনে আ.লীগ নেতাসহ ২৮ নেতাকর্মী জেলহাজতে

হাতিকে নিয়ে প্রামাণ্যচিত্র বানিয়ে অস্কার জিতল ভারত

আপডেট সময় ০২:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া ও জঁমকালো আয়োজনে সোমবার (১৩ মার্চ) শেষ হয়েছে ৯৫তম অস্কার অনুষ্ঠান। এবারের অস্কারে ‘সেরা স্বল্পদৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ভারতীয় নির্মাতাদের তৈরি প্রামাণ্যচিত্র ‘দ্য এলিফেন্ট হুইসপার্স।’

এ প্রামাণ্যচিত্রটিতে রাঘু নামের একটি হাতি শাবক ও এর লালন-পালনকারীদের মধ্যকার গভীর সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই হাতিটিকে পরিত্যক্ত অবস্থায় পান ভারতের তামিল নাড়ুর এক দম্পত্তি। এরপর এটিকে নিজেদের সন্তানের মতো করে লালন-পালন করতে থাকেন তারা।

নেটফ্লিক্সে প্রচারিত এ প্রামাণ্যচিত্রটি হলআউট, হাউ ডু ইউ মেজার এ ইয়ার, দ্য মার্থা মিচেল এফেক্ট এবং স্ট্রেন্জার অ্যাট দ্য গেটের মতো প্রামাণ্যচিত্রগুলোকে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতে নিয়েছে।

আর স্বল্পদৈর্ঘ্যর এ প্রামাণ্যচিত্রের মাধ্যমে অস্কার জেতার পর বিষয়টি নিয়ে টুইটারে ঝড় তুলেছেন ভারতীয় নেটিজেনরা। নেটফ্লিক্স ভারত এক টুইটে লিখেছে, ‘হুইসপার্স (ফিসফিস) হুঙ্কারে পরিণত হয়েছে।’

এছাড়া সেরা অরিজিনাল গান জেতা আরআরআর সিনেমাও প্রামাণ্যচিত্রটির প্রশংসা করেছে।

তামিল নাড়ুর কর্মকর্তা সুপ্রিয়া সাহু টুইটে লিখেছেন, ‘কি অসাধারণ খবর। দ্য এলিফেন্ট হুইসপার্স সেরা স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতে অস্কার জিতেছে। তামিল নাড়ুর বন বিভাগের জন্য বড় গর্বের বিষয় এটি।’

দ্য এলিফেন্ট হুইসপার্স প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন কার্তিকী গনজালভেস এবং গুনেত মঙ্গা। পুরস্কার পাওয়ার পর কার্তিকী বলেছেন, ‘আমাদের সঙ্গে প্রকৃতির পবিত্র বন্ধনের ব্যাপারে কথা বলতে আজ আমি এখানে দাঁড়িয়েছি। আমি এখানে দাঁড়িয়েছি আদিবাসী সম্প্রদায়ের জন্য। আমি অ্যাকাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই আদিবাসী মানুষ ও জীব-জন্তুকে নিয়ে আমাদের তৈরি প্রামাণ্যচিত্রকে স্বীকৃতি দেওয়ার জন্য।’

দ্য এলিফেন্ট হুইসপার্স প্রামাণচিত্রটি ধারণ করা হয়েছে ভারতের তামিল নাড়ুর মুদুমালাই জাতীয় পার্কে। এটি রাঘু নামের একটি হাতি এবং তার পরিচর্যাকারী আদিবাসী সম্প্রদায়ের বোমান এবং বেল্লির গল্প। এই প্রামাণ্যচিত্রে শুধুমাত্র একটি হাতি ও মানুষের মধ্যে থাকা সম্পর্কটি তুলে ধরা হয়নি, এটিতে তুলে ধরা হয়েছে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য্যও। দ্য এলিফেন্ড হুইসপার্স ২০২২ সালের ডিসেম্বরে নেটফ্লিক্সে প্রকাশ করা হয়। এর আগে নভেম্বরে নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভালে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।