ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রোহিঙ্গাদের পরিচয়পত্র : ইসির বরখাস্ত সেই কর্মচারী জয়নাল গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের সদস্য মো. জয়নাল আবেদীনকে (৩৮) গ্রেপ্তার করেছে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তিনি রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জয়নাল নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের অফিস সহকারী ছিলেন।

তিনি আরও জানান, জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করার অভিযোগে জয়নালের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা তদন্তাধীন রয়েছে। এসব অভিযোগে তিনি নির্বাচন কমিশন কার্যালয় থেকে বরখাস্ত হন।

জানা গেছে, গত ৮ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের বন্দর ৩৮ নম্বর ওয়ার্ডে ৪০টি, ৯ জানুয়ারি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ১০টি এবং ২১ জানুয়ারি ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ডে ৮৪টি জাল জন্ম নিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়। এরপর জালিয়াতির অভিযোগে খুলশী থানায় মামলা দায়ের হয়। মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত জয়নালকে গ্রেপ্তার করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ২

রোহিঙ্গাদের পরিচয়পত্র : ইসির বরখাস্ত সেই কর্মচারী জয়নাল গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের সদস্য মো. জয়নাল আবেদীনকে (৩৮) গ্রেপ্তার করেছে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তিনি রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জয়নাল নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের অফিস সহকারী ছিলেন।

তিনি আরও জানান, জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করার অভিযোগে জয়নালের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা তদন্তাধীন রয়েছে। এসব অভিযোগে তিনি নির্বাচন কমিশন কার্যালয় থেকে বরখাস্ত হন।

জানা গেছে, গত ৮ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের বন্দর ৩৮ নম্বর ওয়ার্ডে ৪০টি, ৯ জানুয়ারি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ১০টি এবং ২১ জানুয়ারি ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ডে ৮৪টি জাল জন্ম নিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়। এরপর জালিয়াতির অভিযোগে খুলশী থানায় মামলা দায়ের হয়। মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত জয়নালকে গ্রেপ্তার করা হয়।