ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক নিয়োগে সূক্ষ্ম কারচুপির অভিযোগ গোলাম রব্বানীর বিরুদ্ধে সংবাদ প্রচারের পর চাঞ্চল্য তৈরি হলেও অধরা খায়রুল ইসলাম (২য় পর্ব) গায়েবী ছাত্রীকে জায়েজে প্রধান শিক্ষক মনোজের অভিনব কূটকৌশল রাজধানী হাজারীবাগে নকশা ছাড়া সাততলা বাড়ি, জানেনা রাজউক নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ: রাজউকের নোটিশের জবাব দিতে গড়িমসি ভবন মালিকের নির্মম নির্যাতনের বিচার পাবেন কী ব্যারিস্টার সাকিলা ফারজানা? ঢাবি এলাকায় লম্পট বাবার যৌন নির্যাতনে মেয়ের মৃত্যু! নেত্রকোনায় আলোর ফেরিওয়ালা সেজে দুর্নীতির গডফাদার : অধ্যক্ষ ফারুকের বিচার ও অপসারণ দাবি যবিপ্রবির সামাজিক ক্লাব কতৃক -কোয়ান্টাম সাইন্স ফেস্ট -২০২৫ আয়োজন। পবিপ্রবিতে জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বিষয়ক কর্মশালা

দুর্নীতি কমাতে রাজনৈতিক অঙ্গনে দরকার বৈপ্লবিক পরিবর্তন : টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক অঙ্গনে একটা বৈপ্লবিক পরিবর্তন লাগবে। সরকারে থেকে বা সরকারি অবস্থানের বাইরে থেকে ক্ষমতার অপব্যবহার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হবে। সরকারি অবস্থানকে ক্ষমতার লাইসেন্স বা রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে দেখার সুযোগ বন্ধ করতে হবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির এক সংবাদ সম্মেলনে দুর্নীতির বৈশ্বিক সূচকের তথ্য উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংক, দুদক, ব্যাংক খাত, অর্থনৈতিক সব খাতসহ আমাদের মৌলিক যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব বেড়ে চলেছে। দুর্নীতি কমাতে হলে, বৈশ্বিক সূচকে উন্নতি করতে হলে এসব প্রভাব থেকে বের করতে হবে। একইসঙ্গে তাদের দক্ষতা, উৎকর্ষতা, শুদ্ধাচারের মাধ্যমে সফল হওয়ার প্রত্যাশা করতে পারি।

টিআইবি নির্বাহী বলেন, একটা সিদ্ধান্তে কীভাবে দুর্নীতি দমন কমিশনকে আরও বেশি আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের মধ্যে আনা হয়েছে। দুদক সরকার কর্তৃক পরিচালিত তা আমরা বলতে চাই না। দুদকের মতো প্রতিষ্ঠান থেকে আমলাতান্ত্রিকতা থেকে বের হতে হবে। দুর্নীতির রাঘব-বোয়ালদের ধরার মতো বড় কোনো উদাহরণ তৈরি করতে পারেনি দুদকসহ অন্যান্য সংস্থা।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর ক্রমাগতভাবে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব বেড়েছে। ব্যাপক পরিবর্তনের জন্য রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, একইসঙ্গে ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে। ইসলামি ব্যাংকের মূল মালিকানা গোপন রেখে কীভাবে অর্থ পাচার করা হয়েছে তা বের করতে হবে। মূল মালিকানায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তবেই এক্ষেত্রে সহজতর হবে। সরকারি, বেসরকারি তথ্য সেবা আরও অবারিত করতে হবে। পাবলিক সেক্টরের কিছু সুফল আমরা পাচ্ছি। কিন্তু পুরোপুরি ডিজিটালাইজেশন হয়নি, সেটা করতে হবে।

গণমাধ্যম, নাগরিক সমাজ, যাদের লেখনী ও কণ্ঠে দুর্নীতিবিরোধী বিষয় উঠে আসে তাদের সুন্দর পরিবেশ সংকুচিত করা হয়েছে দাবি করে টিআইবি নির্বাহী বলেন, ভয়ংকর পরিবেশ তৈরি করা হয়েছে। তথ্য প্রকাশ, তথ্য প্রাপ্তির পরিবেশ অবারিত করতে হবে। পরিপন্থি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সব আইন বাতিল করতে হবে বা বিশ্লেষণপূর্বক সংশোধন করে তথ্য প্রবাহের পরিবেশ নিশ্চিত করতে হবে।

যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত কিংবা দায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, আমাদের মতো দেশ থেকে যে অর্থ পাচার হয়, অর্থ বিদেশে চলে যায় তা কাম্য নয়। এটা হয় কারণ ন্যায়বিচার হয় না বা বিচারহীনতার কারণে। এই মেয়াদে মানি লন্ডারিংয়ের দুর্নীতির তথ্য ভয়ংকরভাবে উঠে এসেছে। কিন্তু কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা দেখিনি।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করার কথা। কিন্তু আমরা বাস্তব কোনো উদ্যোগ দেখছি না। দেশে চলমান যে অবস্থা, তাতে দুর্নীতি আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে কোভিড পরিস্থিতিতে ক্রয়-বিক্রয় খাতে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। যারা ক্রয় করার সুযোগ পেয়েছিলেন তারা ব্যাপকভাবে সুযোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের দেশে অর্থ পাচার ও দুর্নীতির বিষয়ে গত ১০ বছর ধরে আলোচনা বেশি হচ্ছে। কিন্তু ইতিবাচক পদক্ষেপ নেই। যারা কোনো না কোনোভাবে ক্ষমতাবান বা ক্ষমতার অংশীদার তাদের দুর্নীতির কারণে জবাবদিহিতা মুখোমুখি করা হয়নি। কোনো কোনো ক্ষেত্রে আমরা উদ্বেগের সঙ্গে দেখেছি, দুর্নীতির তথ্য ফাঁস করা কিংবা দুর্নীতিবিরোধী পদক্ষেপ গ্রহণ করার কারণে উল্টো হয়রানি করা হয়েছে।

টিআইবির এই পরিচালক বলেন, সরকারি কর্মকর্তা হয়েও যারা দুর্নীতিবিরোধী অবস্থান নেন তাদের নানাভাবে হয়রানি, ব্যাকবেঞ্চ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতির কারণে অভিযুক্ত কিংবা দুর্নীতিগ্রস্ত তাদের পুরস্কৃত করতে আমরা দেখেছি।

ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে করোনাকালে করোনা সংক্রান্ত খাতে বেশি দুর্নীতি হয়েছে। কোভিড সংক্রান্ত ক্রয়-বিক্রয় খাতে বেশি দুর্নীতি হয়েছে।

তিনি বলেন, সিপিআই ২০২২ অনুযায়ী ১০০ এর মধ্যে বৈশ্বিক গড় স্কোর ৪৩; আর বাংলাদেশের স্কোর ২৫, যা ২০২১ এর তুলনায় এক পয়েন্ট কম। তাই দেশে দুর্নীতির ব্যাপকতা এখনো উদ্বেগজনক বলেই প্রতীয়মান হয়। তবে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতার কারণে ‘বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত বা বাংলাদেশের অধিবাসীরা সবাই দুর্নীতি করে’ এ ধরনের ভুল ব্যাখ্যা দেওয়া হয়। যদিও দুর্নীতি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য দূরীকরণ, সর্বোপরি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে কঠিনতম অন্তরায়, তথাপি দেশের আপামর জনগণ দুর্নীতিগ্রস্ত নয়। তারা দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী মাত্র।

সিপিআইয়ের বৈশ্বিক প্রতিপাদ্য

এ বছর সিপিআইয়ের বৈশ্বিক প্রতিপাদ্য হলো— সংঘাত, শান্তি ও নিরাপত্তা। দুর্নীতি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এবং সামগ্রিকভাবে শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। দুর্নীতি সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড— এমনকি সন্ত্রাসবাদের জন্যও উর্বর ভূমি তৈরি করে। কারণ দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের যোগসাজশে অপরাধীরা তাদের অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্রে সুবিধাভোগী করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষক নিয়োগে সূক্ষ্ম কারচুপির অভিযোগ গোলাম রব্বানীর বিরুদ্ধে

দুর্নীতি কমাতে রাজনৈতিক অঙ্গনে দরকার বৈপ্লবিক পরিবর্তন : টিআইবি

আপডেট সময় ০২:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক অঙ্গনে একটা বৈপ্লবিক পরিবর্তন লাগবে। সরকারে থেকে বা সরকারি অবস্থানের বাইরে থেকে ক্ষমতার অপব্যবহার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হবে। সরকারি অবস্থানকে ক্ষমতার লাইসেন্স বা রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে দেখার সুযোগ বন্ধ করতে হবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির এক সংবাদ সম্মেলনে দুর্নীতির বৈশ্বিক সূচকের তথ্য উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংক, দুদক, ব্যাংক খাত, অর্থনৈতিক সব খাতসহ আমাদের মৌলিক যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব বেড়ে চলেছে। দুর্নীতি কমাতে হলে, বৈশ্বিক সূচকে উন্নতি করতে হলে এসব প্রভাব থেকে বের করতে হবে। একইসঙ্গে তাদের দক্ষতা, উৎকর্ষতা, শুদ্ধাচারের মাধ্যমে সফল হওয়ার প্রত্যাশা করতে পারি।

টিআইবি নির্বাহী বলেন, একটা সিদ্ধান্তে কীভাবে দুর্নীতি দমন কমিশনকে আরও বেশি আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের মধ্যে আনা হয়েছে। দুদক সরকার কর্তৃক পরিচালিত তা আমরা বলতে চাই না। দুদকের মতো প্রতিষ্ঠান থেকে আমলাতান্ত্রিকতা থেকে বের হতে হবে। দুর্নীতির রাঘব-বোয়ালদের ধরার মতো বড় কোনো উদাহরণ তৈরি করতে পারেনি দুদকসহ অন্যান্য সংস্থা।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর ক্রমাগতভাবে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব বেড়েছে। ব্যাপক পরিবর্তনের জন্য রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, একইসঙ্গে ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে। ইসলামি ব্যাংকের মূল মালিকানা গোপন রেখে কীভাবে অর্থ পাচার করা হয়েছে তা বের করতে হবে। মূল মালিকানায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তবেই এক্ষেত্রে সহজতর হবে। সরকারি, বেসরকারি তথ্য সেবা আরও অবারিত করতে হবে। পাবলিক সেক্টরের কিছু সুফল আমরা পাচ্ছি। কিন্তু পুরোপুরি ডিজিটালাইজেশন হয়নি, সেটা করতে হবে।

গণমাধ্যম, নাগরিক সমাজ, যাদের লেখনী ও কণ্ঠে দুর্নীতিবিরোধী বিষয় উঠে আসে তাদের সুন্দর পরিবেশ সংকুচিত করা হয়েছে দাবি করে টিআইবি নির্বাহী বলেন, ভয়ংকর পরিবেশ তৈরি করা হয়েছে। তথ্য প্রকাশ, তথ্য প্রাপ্তির পরিবেশ অবারিত করতে হবে। পরিপন্থি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সব আইন বাতিল করতে হবে বা বিশ্লেষণপূর্বক সংশোধন করে তথ্য প্রবাহের পরিবেশ নিশ্চিত করতে হবে।

যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত কিংবা দায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, আমাদের মতো দেশ থেকে যে অর্থ পাচার হয়, অর্থ বিদেশে চলে যায় তা কাম্য নয়। এটা হয় কারণ ন্যায়বিচার হয় না বা বিচারহীনতার কারণে। এই মেয়াদে মানি লন্ডারিংয়ের দুর্নীতির তথ্য ভয়ংকরভাবে উঠে এসেছে। কিন্তু কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা দেখিনি।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করার কথা। কিন্তু আমরা বাস্তব কোনো উদ্যোগ দেখছি না। দেশে চলমান যে অবস্থা, তাতে দুর্নীতি আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে কোভিড পরিস্থিতিতে ক্রয়-বিক্রয় খাতে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। যারা ক্রয় করার সুযোগ পেয়েছিলেন তারা ব্যাপকভাবে সুযোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের দেশে অর্থ পাচার ও দুর্নীতির বিষয়ে গত ১০ বছর ধরে আলোচনা বেশি হচ্ছে। কিন্তু ইতিবাচক পদক্ষেপ নেই। যারা কোনো না কোনোভাবে ক্ষমতাবান বা ক্ষমতার অংশীদার তাদের দুর্নীতির কারণে জবাবদিহিতা মুখোমুখি করা হয়নি। কোনো কোনো ক্ষেত্রে আমরা উদ্বেগের সঙ্গে দেখেছি, দুর্নীতির তথ্য ফাঁস করা কিংবা দুর্নীতিবিরোধী পদক্ষেপ গ্রহণ করার কারণে উল্টো হয়রানি করা হয়েছে।

টিআইবির এই পরিচালক বলেন, সরকারি কর্মকর্তা হয়েও যারা দুর্নীতিবিরোধী অবস্থান নেন তাদের নানাভাবে হয়রানি, ব্যাকবেঞ্চ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতির কারণে অভিযুক্ত কিংবা দুর্নীতিগ্রস্ত তাদের পুরস্কৃত করতে আমরা দেখেছি।

ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে করোনাকালে করোনা সংক্রান্ত খাতে বেশি দুর্নীতি হয়েছে। কোভিড সংক্রান্ত ক্রয়-বিক্রয় খাতে বেশি দুর্নীতি হয়েছে।

তিনি বলেন, সিপিআই ২০২২ অনুযায়ী ১০০ এর মধ্যে বৈশ্বিক গড় স্কোর ৪৩; আর বাংলাদেশের স্কোর ২৫, যা ২০২১ এর তুলনায় এক পয়েন্ট কম। তাই দেশে দুর্নীতির ব্যাপকতা এখনো উদ্বেগজনক বলেই প্রতীয়মান হয়। তবে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতার কারণে ‘বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত বা বাংলাদেশের অধিবাসীরা সবাই দুর্নীতি করে’ এ ধরনের ভুল ব্যাখ্যা দেওয়া হয়। যদিও দুর্নীতি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য দূরীকরণ, সর্বোপরি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে কঠিনতম অন্তরায়, তথাপি দেশের আপামর জনগণ দুর্নীতিগ্রস্ত নয়। তারা দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী মাত্র।

সিপিআইয়ের বৈশ্বিক প্রতিপাদ্য

এ বছর সিপিআইয়ের বৈশ্বিক প্রতিপাদ্য হলো— সংঘাত, শান্তি ও নিরাপত্তা। দুর্নীতি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এবং সামগ্রিকভাবে শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। দুর্নীতি সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড— এমনকি সন্ত্রাসবাদের জন্যও উর্বর ভূমি তৈরি করে। কারণ দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের যোগসাজশে অপরাধীরা তাদের অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্রে সুবিধাভোগী করে।