মার্কিন পপ তারকা টেইলর সুইফট। তার জনপ্রিয়তার সঙ্গেই পাল্লা দিতে পারে স্বয়ং তারই পোষ্য বিড়াল অলিভিয়া বেনসন। কারণ দিন দিন বেড়েই চলেছে এ পোষ্যের অনুসারীর সংখ্যা।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, ৩৩ বছর বয়সী টেইলরের বিড়ালের নাম অলিভিয়া বেনসন। তার মোট সম্পত্তির পরিমাণ ৯৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০১০ কোটি টাকা)। একইসঙ্গে এটি পৃথিবীর তৃতীয় ধনী পোষা প্রাণী। রোলিং স্টোনের রিপোর্টের বরাতে জি নিউজের খবরে আরও বলা হয়, ‘অল অ্যাবাউট ক্যাটস’ সংস্থার তথ্য নিয়ে প্রাণীদের ফোর্বস স্টাইল লিস্ট তৈরি করা হয়েছে। ইনস্টাগ্রাম তথ্য থেকেই এই পরিসংখ্যান বানানো হয়েছে। এক্ষেত্রে অলিভিয়া সোশ্যাল মিডিয়ায় দারুণ প্রভাব বিস্তার করেছে।
এদিকে সম্পত্তির বিচারে বিশ্বের জনপ্রিয়তম নালা বিড়ালই এগিয়ে থাকবে। সিয়ামিজ ও ট্যাবি মিক্স প্রজাতির এই বিড়ালের মোট সম্পত্তির পরিমাণ ১০০ মিলিয়ন ডলার। এর পরের তালিকায় রয়েছে স্কটিশ ফোল্ড প্রজাতির অলিভিয়া। অপরদিকে অলিভিয়ার কোনও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। তাও তার জনপ্রিয়তা অন্য মাত্রায়। কারণ অলিভিয়াকে নিয়েই বিভিন্ন দেশে ট্যুর করেন টেইলর। এমনকি একাধিক মিউজিক ভিডিওতে তাকে পাওয়া গিয়েছ।
২০২০ সালে ইনস্টাগ্রামে অলিভিয়ার একটি ছবি শেয়ার করেছিলেন টেইলর। বিড়ালটি কাউচে পা ছড়িয়ে বসেছিল। সেই ছবি দুই মিলিয়ন লাইক পেয়েছিল। অলিভিয়া এভাবেই পোষ্যপ্রেমীদের মন জয় করে নিতে শুরু করে। অলিভিয়ার সঙ্গে পপ সেনসেশন সেলেনা গোমেজেরও ছবি রয়েছে।