ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি শরীয়তপুরে ছেলের গাছের গোড়ার আঘাতে বাবা নিহত সেই ছেলে গ্রেফতার। ঢাবি ছাত্রশিবিরের সভাপতি কে এই সাদিক শিগগিরই ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: শিবির সভাপতি চট্টগ্রাম নগর যুবদলের কমিটি বিলুপ্ত, ২ নেতা বহিষ্কার সরকার পতনের পর এই প্রথম মুখ খুললেন সাদ্দাম-ইনান কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিয়ে গেলেন এনজিও মাঠকর্মীরা রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ভোলায় শহীদ পরিবারদের কোটি টাকার সহায়তা দিল- জামায়াতে ইসলাম জাতিসংঘের ৭৯তম অধিবেশন যোগ দিতে নিউইয়র্কে দৈনিক তরুণ কণ্ঠ সম্পাদক রফিকুল ইসলাম শান্ত

এবার উত্তরাখণ্ডের গুরুত্বপূর্ণ সড়কে বড় ফাটল

ভারতের উত্তরাখণ্ড প্রদেশের জোশিমঠ শহরে কয়েকটি বাড়িঘর ও একটি মন্দির দেবে যাওয়ার ঘটনায় ওই এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়েছে। এই শহরেই এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়কে দেখা গেল বিরাট ফাটল।

কর্তৃপক্ষ ইতোমধ্যে জোশিমঠের পরিস্থিতি পর্যবেক্ষণ ও অবকাঠামো দেবে যাওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে। ডুবন্ত এই শহরের ছয় শতাধিক পরিবারকে সেখান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-মালারি বর্ডার রোডের একাধিক জায়গায় দেখা দিয়েছে ফাটল। জোশিমঠে ক্রমাগত মাটি বসে যাচ্ছে, এর জেরেই ফাটল ধরেছে বলে জানা গেছে।

এই রাস্তায় ফাটল ধরতেই স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কারণ এই রাস্তা সোজা চলে গিয়েছে ভারত-চীন সীমান্তে। এই রাস্তা যদি কোনোভাবে ধসে যায়, তবে ভারত-চীন সীমান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। দেশটির নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হবে।

শনিবারই জোশিদমঠের স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, মালারি ট্যাক্সি স্ট্যান্ডের কাছেই জোশিমঠ-মালারি বর্ডার রোডের বেশ কিছু জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। রাস্তার মাঝে কয়েকটি জায়গায় মাটি ধসেও গিয়েছে। এই রাস্তা ভেঙে গেলে বা ধসে গেলে সাধারণ মানুষ যেমন চরম সমস্যায় পড়বে, তেমনই প্রতিরক্ষা ক্ষেত্রেও বিপদ দেখা দিতে পারে।

শনিবারই জোশিমঠ পরিদর্শনে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গেও দেখা করেন এবং যাবতীয় সাহায্যের আশ্বাস দেন। অন্যদিকে, শনিবারই চামোলি জেলা প্রশাসনের তরফেও জোশিমঠের পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে সমস্ত বিল্ডিংয়ের নির্মাণকাজের ওপর স্থগিতাদেশ ঘোষণা করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

এবার উত্তরাখণ্ডের গুরুত্বপূর্ণ সড়কে বড় ফাটল

আপডেট সময় ১২:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

ভারতের উত্তরাখণ্ড প্রদেশের জোশিমঠ শহরে কয়েকটি বাড়িঘর ও একটি মন্দির দেবে যাওয়ার ঘটনায় ওই এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়েছে। এই শহরেই এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়কে দেখা গেল বিরাট ফাটল।

কর্তৃপক্ষ ইতোমধ্যে জোশিমঠের পরিস্থিতি পর্যবেক্ষণ ও অবকাঠামো দেবে যাওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে। ডুবন্ত এই শহরের ছয় শতাধিক পরিবারকে সেখান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-মালারি বর্ডার রোডের একাধিক জায়গায় দেখা দিয়েছে ফাটল। জোশিমঠে ক্রমাগত মাটি বসে যাচ্ছে, এর জেরেই ফাটল ধরেছে বলে জানা গেছে।

এই রাস্তায় ফাটল ধরতেই স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কারণ এই রাস্তা সোজা চলে গিয়েছে ভারত-চীন সীমান্তে। এই রাস্তা যদি কোনোভাবে ধসে যায়, তবে ভারত-চীন সীমান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। দেশটির নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হবে।

শনিবারই জোশিদমঠের স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, মালারি ট্যাক্সি স্ট্যান্ডের কাছেই জোশিমঠ-মালারি বর্ডার রোডের বেশ কিছু জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। রাস্তার মাঝে কয়েকটি জায়গায় মাটি ধসেও গিয়েছে। এই রাস্তা ভেঙে গেলে বা ধসে গেলে সাধারণ মানুষ যেমন চরম সমস্যায় পড়বে, তেমনই প্রতিরক্ষা ক্ষেত্রেও বিপদ দেখা দিতে পারে।

শনিবারই জোশিমঠ পরিদর্শনে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গেও দেখা করেন এবং যাবতীয় সাহায্যের আশ্বাস দেন। অন্যদিকে, শনিবারই চামোলি জেলা প্রশাসনের তরফেও জোশিমঠের পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে সমস্ত বিল্ডিংয়ের নির্মাণকাজের ওপর স্থগিতাদেশ ঘোষণা করেছে।