ফের শুরু হতে যাচ্ছে ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে আগামী ৫ জানুয়ারি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও ফুটবলের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।
একই মাঠে আগামী মাসে (ফেব্রুয়ারি) ফুটবল খেলার সমাপনী অনুষ্ঠান ও সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৩ জানুয়ারি তারিখে গোলাপবাগ মাঠে ক্রিকেট খেলার এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে।
সোমবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।আয়োজকরা জানান, এবার মোট ৯টি মাঠে ফুটবল ও ক্রিকেট খেলার সব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ইনডোর স্টেডিয়ামে ও ৫টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে ব্যাডমিন্টন খেলাসমূহ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ডিএসসিসি মেয়র বলেন, জাতির পিতার জন্ম শতবর্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০২১ খ্রিস্টাব্দে প্রথমবারের মতো ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করে। প্রথম আয়োজনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ আয়োজন করি এবং সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত করতে সমর্থ হই। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলা ‘ফুটবল’ এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ‘ক্রিকেট’ নিয়েই আমরা ২০২১ ও ২০২২ সালে এই ক্রীড়া উৎসবের আয়োজন করেছি।
বিগত দুইবারের ন্যায় এবারের আয়োজনেও আমরা করপোরেশনের আওতাধীন ৭৫টি ওয়ার্ডকে সম্পৃক্ত করছি। কিন্তু এবারকার আয়োজনের পরিসর ও ব্যাপকতা আরও বৃদ্ধি করা হয়েছে। ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি তৃতীয় ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতায় আমরা ব্যাডমিন্টন খেলাকে সম্পৃক্ত করেছি।
তিনি বলেন, এবারের ক্রীড়া উৎসবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের ৭৫টি ওয়ার্ড হতে ৬৪টি দল ফুটবল খেলায়, ৫১টি দল ক্রিকেট খেলায় এবং ৬৪টি দল ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করবে। আয়োজনে উত্তেজনার পারদ চড়িয়ে রাখেতে পুরো প্রতিযোগিতাটি ‘নক আউট’ পদ্ধতিতে পরিচালনা করা হবে। ক্রিকেট এবং ফুটবল, উভয় ক্ষেত্রেই বিজয়ী দলের জন্য ৭ লক্ষ টাকা এবং বিজিত (রানার-আপ) দলের জন্য ৫ লক্ষ টাকা করে অর্থ পুরস্কার হিসেবে প্রণোদনা করা হবে। একই সঙ্গে ব্যাডমিন্টনে বিজয়ী দলকে ৩ লাখ টাকা এবং রানার-আপ দলকে ২ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে। গতবারের ন্যায় এবারও টেপ টেনিস বলের বদলে ‘কাঠের বলে’ ক্রিকেট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, বাফুফে, বিসিবি ও বিবিএফ এর প্রতিনিধি, করপোরেশনের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।