ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর দুই দিন পর জহুর আলীর মরদেহ হস্তান্তর করল বিএসএফ বোরহানউদ্দিনে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন বিখ্যাত আইটি বিশেষজ্ঞ শরফুদ্দিন দক্ষিণ মুগদা থানা ৭১ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা আমরা দিতে পারব না: ফখরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে যে পদক্ষেপের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার কোনো দল-গোষ্ঠী-ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামিনি: সিইসি আনিসুল হক আরেক মামলায় গ্রেফতার চান্দিনায় মারুতির পেছনে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু,অন্তঃসত্ত্বা মা সহ আহত ৩

মাসজুড়ে সবাইকে ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা

এক মাস ধরে সবাইকে ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের রাজধানী এডিবরার একজন রেস্টুরেন্ট মালিক। মূলত মানুষের খারাপ অর্থনৈতিক পরিস্থিতির কারণে উদারতা বা দয়া হিসেবে এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, এক মাস ধরে সবাইকে একটি ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা দেওয়া ওই ব্যক্তির নাম মার্ক উইলকিনসন। ৫৫ বছর বয়সী এই ব্যক্তি এডিনবরার দক্ষিণে অবস্থিত মর্নিংসাইড জেলার পিওর পিৎজা নামক রেস্টুরেন্টের মালিক। মার্ক উইলকিনসন বলেছেন, জীবনযাত্রার ব্যয় সংকটের বিরুদ্ধে লড়াই করা লোকদের সাহায্য করার জন্য পরোপকারী এই কাজের পরিকল্পনা করছেন তিনি। তিনি বলেন, এই পরিকল্পনা তার খণ্ডকালীন কর্মীদের আরও কাজের সুযোগ দেবে।

৫৫ বছর বয়সী মার্ক উইলকিনসনের ভাষায়, ‘আমি আমার পরিকল্পনা নিয়ে খুব খুশি কারণ এটি সবার জন্যই লাভজনক। (আমার এই পরিকল্পনায়) গ্রাহকরা উপকৃত হবেন, সরবরাহকারীরা উপকৃত হবেন এবং আমার শেফদের দলও উপকৃত হবে কারণ এটি তাদের আরও কয়েক ঘণ্টা বাড়তি কাজের সুযোগ দেবে।’ তিনি বলছেন, ‘জীবনযাত্রার ব্যয় কীভাবে অনেক লোককে ক্ষতিগ্রস্ত করছে সে সম্পর্কে আমি নানা কথা শুনতে পাই। আর তাই আমি ভাবলাম, যেভাবেই হোক আমার ওভেনগুলো সারা দিন চলছে, আর তাই মানুষের যদি উপকার হয় তবে ওভেনগুলোকে সারা দিন তাদের পূর্ণ ক্ষমতায় চালানো হবে।’

মার্ক উইলকিনসন বলছেন, ‘পরার্থপরতা এমন কিছু যা আমাকে সত্যিই অনেক বেশি টানে এবং আমি এই ধরনের কাজ করার চেষ্টা করতে চেয়েছিলাম।’ মার্কের ধারণা, এক মাস ধরে সবাইকে ফ্রি পিৎজা খাওয়ানোর যে ঘোষণা তিনি দিয়েছেন তাতে তার প্রায় ১২ হাজার পাউন্ড খরচ হবে। ২০২০ সালের মার্চ মাসে লকডাউনের শুরুতে পিৎজার ব্যবসাটি শুরু করেছিলেন উইলকিনসন। তিনি বলছেন, তার ওভেনে প্রতি ছয় মিনিটে ১৮টি পিৎজা তৈরি করার ক্ষমতা রয়েছে।

বিবিসি বলছে, জানুয়ারি মাসে এডিনবরার মর্নিংসাইড ড্রাইভে তার দোকানে যাওয়া লোকেদের বিনামূল্যে পিৎজা দেওয়া হবে। যদিও সেগুলো বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা মধ্যে পাওয়া যাবে না। মার্ক উইলকিনসন আশা করেন, যেসব মানুষ তার কাছ থেকে পিৎজা নেবেন তারাও তাদের নিজস্ব উপায়ে অন্যকে দয়া বা উপকার করার একটি কাজ করবেন।

অবশ্য পিওর পিৎজা থেকে ফ্রিতে পিৎজা নিতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কেবল একটি বৈধ মোবাইল নাম্বার প্রদান করতে হবে। মার্কের ভাষায়, ‘আমি আশা করি আমার পরিকল্পনাটি হাতের বাইরে চলে যাবে না। কিন্তু আমি কারও কাছে তাদের ঠিকানা চাইতে যাবো না, এমনকি পিৎজা নিতে হলে ঠিকানাসহ কাউন্সিল ট্যাক্স বিলও আনতে হবে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৃত্যুর দুই দিন পর জহুর আলীর মরদেহ হস্তান্তর করল বিএসএফ

মাসজুড়ে সবাইকে ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা

আপডেট সময় ০২:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩

এক মাস ধরে সবাইকে ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের রাজধানী এডিবরার একজন রেস্টুরেন্ট মালিক। মূলত মানুষের খারাপ অর্থনৈতিক পরিস্থিতির কারণে উদারতা বা দয়া হিসেবে এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, এক মাস ধরে সবাইকে একটি ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা দেওয়া ওই ব্যক্তির নাম মার্ক উইলকিনসন। ৫৫ বছর বয়সী এই ব্যক্তি এডিনবরার দক্ষিণে অবস্থিত মর্নিংসাইড জেলার পিওর পিৎজা নামক রেস্টুরেন্টের মালিক। মার্ক উইলকিনসন বলেছেন, জীবনযাত্রার ব্যয় সংকটের বিরুদ্ধে লড়াই করা লোকদের সাহায্য করার জন্য পরোপকারী এই কাজের পরিকল্পনা করছেন তিনি। তিনি বলেন, এই পরিকল্পনা তার খণ্ডকালীন কর্মীদের আরও কাজের সুযোগ দেবে।

৫৫ বছর বয়সী মার্ক উইলকিনসনের ভাষায়, ‘আমি আমার পরিকল্পনা নিয়ে খুব খুশি কারণ এটি সবার জন্যই লাভজনক। (আমার এই পরিকল্পনায়) গ্রাহকরা উপকৃত হবেন, সরবরাহকারীরা উপকৃত হবেন এবং আমার শেফদের দলও উপকৃত হবে কারণ এটি তাদের আরও কয়েক ঘণ্টা বাড়তি কাজের সুযোগ দেবে।’ তিনি বলছেন, ‘জীবনযাত্রার ব্যয় কীভাবে অনেক লোককে ক্ষতিগ্রস্ত করছে সে সম্পর্কে আমি নানা কথা শুনতে পাই। আর তাই আমি ভাবলাম, যেভাবেই হোক আমার ওভেনগুলো সারা দিন চলছে, আর তাই মানুষের যদি উপকার হয় তবে ওভেনগুলোকে সারা দিন তাদের পূর্ণ ক্ষমতায় চালানো হবে।’

মার্ক উইলকিনসন বলছেন, ‘পরার্থপরতা এমন কিছু যা আমাকে সত্যিই অনেক বেশি টানে এবং আমি এই ধরনের কাজ করার চেষ্টা করতে চেয়েছিলাম।’ মার্কের ধারণা, এক মাস ধরে সবাইকে ফ্রি পিৎজা খাওয়ানোর যে ঘোষণা তিনি দিয়েছেন তাতে তার প্রায় ১২ হাজার পাউন্ড খরচ হবে। ২০২০ সালের মার্চ মাসে লকডাউনের শুরুতে পিৎজার ব্যবসাটি শুরু করেছিলেন উইলকিনসন। তিনি বলছেন, তার ওভেনে প্রতি ছয় মিনিটে ১৮টি পিৎজা তৈরি করার ক্ষমতা রয়েছে।

বিবিসি বলছে, জানুয়ারি মাসে এডিনবরার মর্নিংসাইড ড্রাইভে তার দোকানে যাওয়া লোকেদের বিনামূল্যে পিৎজা দেওয়া হবে। যদিও সেগুলো বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা মধ্যে পাওয়া যাবে না। মার্ক উইলকিনসন আশা করেন, যেসব মানুষ তার কাছ থেকে পিৎজা নেবেন তারাও তাদের নিজস্ব উপায়ে অন্যকে দয়া বা উপকার করার একটি কাজ করবেন।

অবশ্য পিওর পিৎজা থেকে ফ্রিতে পিৎজা নিতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কেবল একটি বৈধ মোবাইল নাম্বার প্রদান করতে হবে। মার্কের ভাষায়, ‘আমি আশা করি আমার পরিকল্পনাটি হাতের বাইরে চলে যাবে না। কিন্তু আমি কারও কাছে তাদের ঠিকানা চাইতে যাবো না, এমনকি পিৎজা নিতে হলে ঠিকানাসহ কাউন্সিল ট্যাক্স বিলও আনতে হবে না।’