ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন হীরাবেন। এরপর তাকে আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিওলজি এন্ড রিসার্চ সেন্টার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার অবস্থা স্থিতিশীল আছে। এরপর আর তারা কোনো কিছু জানায়নি।
এ বছরের জুনে নিজের ৯৯তম জন্মদিন পালন করেন হীরাবেন মোদি। সে সময় মায়ের কাছে গিয়েছিলেন নরেন্দ্র মোদি।
এদিকে এর আগে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহত হন নরেন্দ্র মোদির ছোটভাই প্রহ্লাদ মোদি। এদিন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের মাইসুরু শহরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ছোট ভাই আহত হওয়ার পরদিনই মাকে হাসপাতালে ভর্তি করতে হলো ভারতীয় প্রধানমন্ত্রীকে।
মোদির ছোট ভাইয়ের দুর্ঘটনার বিষয়ে সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে জানায়, প্রহ্লাদ মোদি তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও নাতিকে নিয়ে কর্ণাটকের বান্দিপুরা শহরের দিকে যাচ্ছিলেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে তাদের বহনকারী মার্সিডিজ বেঞ্জ সুভ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইসুরুর মহাসড়কের ডিভাইডারে আঘাত করে।
দুর্ঘটনায় প্রহ্লাদ মোদির নাতির পা ভেঙে যায়। এছাড়া গাড়ির অন্যান্য যাত্রীরাও কমবেশি আহত হন, তবে কারোর আঘাতই গুরুতর ছিল না।
নরেন্দ্র মোদির বাবার নাম মূলচান্দ মোদি। মূলচান্দ এবং হীরাবেন দম্পতির ৫ ছেলের মধ্যে নরেন্দ্র মোদি তৃতীয়। তারপরই প্রহ্লাদ মোদি।
পেশাগত জীবনে প্রহ্লাদ মোদি একজন মুদি ব্যবসায়ী। গুজরাটের রাজধানী আহমেদাবাদে তার একটি রেশনের দোকান আছে। এছাড়া ভারতের মুদি ব্যবসায়ীদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতির পদেও আছেন প্রহ্লাদ।
তবে নরেন্দ্র মোদির সঙ্গে তার তেমন ঘনিষ্টতা নেই । বরং ভারতের খুচরা ব্যবসায়ীদের বিষয়ে বিজেপি সরকারের নেওয়া বিভিন্ন নীতির বিরুদ্ধে বেশ কয়েকবার প্রতিবাদ ও বিক্ষোভ করতে দেখা গেছে প্রহ্লাদকে।
ভারতের সংবাদমাধ্যমে জি নিউজকে প্রহ্লাদ মোদি জানিয়েছিলেন, ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মাত্র তিন বার বড়ভাই নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হয়েছে তার। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি এবং তারপর থেকে এ পর্যন্ত একবারও ভাইয়ের সঙ্গে দেখা হয়নি।