জঙ্গিবাদ শুধু বাংলাদেশ নয় এটি একটি বৈশ্বিক সমস্যা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবন উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এই কাজ করেছেন। তাদের গ্রেপ্তারসহ জঙ্গিবাদ নিরসনে কাজ করছে সরকার।
তিনি বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে। এই মন্ত্রী বলেন, বিএনপি ১০ তারিখকে ঘিরে যে হুংকার দিচ্ছে তাতে কোনো কাজ হবে না। কারণ আওয়ামী লীগ সব সময় জনগণের শক্তিতে চলে। আমরা সে জন্যই নির্বাচনকে বিশ্বাস করি। জনগণের ম্যান্ডেটকে বিশ্বাস করি। আসাদুজ্জামান খান বলেন, আর যারা ষড়যন্ত্রে বিশ্বাস করে, বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসে; তারা একের পর এক ষড়যন্ত্র করে আসছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ঢাকায় গণ জমায়েত হয়ে এক দফা এক দাবি দিয়ে ক্ষমতা দখল করবে, ঢাকা দখল করবে। ঢাকায় সমাবেশে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের শক্তিতে চলে। এসময় মন্ত্রী থানা চত্বরে চারা রোপন করেন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখেন।
এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান (দিলিপ), জহিরুল হক ভূঁইয়া মোহন ও তামান্না নুসরাত বুবলী, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নরসিংদীর জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক মো. পীরজাদা মোহাম্মদ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান প্রমুখ বক্তব্য রাখেন।