এককালের প্রমত্তা স্রোতস্বিনী ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, বানার, তুরাগ, বালু, মালদহ প্রভৃতির বিপুল জলরাশির কল্যানে গৈরিক মৃত্তিকার কোলে এক সমৃদ্ধ জনপথ গাজীপুর।
তথ্য বলছে, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে গাজীপুর জেলায় বহিরাগত লোকের সংখ্যা বেশি। সরকারি হিসেবে জেলার ৯০ লাখ নাগরিকের মধ্যে অর্ধেকের বেশি বহিরাগত। জেলায় একাধিক শিল্প নগরী গড়ে ওঠায় বিশেষ কিছু জায়গা ঘনবসতিপূর্ণ হয়ে গেছে। ফলে গাজীপুর হয়ে উঠেছে অপরাধীদের অভয়াশ্রম।
আমাদের মাতৃভূমির অনুসন্ধানে জানা যায়, গাজীপুর জেলার ৫টি উপজেলার ৬টি থানা এলাকায় ৪টি শিল্প নগরী রয়েছে। টঙ্গি, কোনাবাড়ি-কাশিমপুর, কালিয়াকৈর ও শ্রীপুর শিল্পাঞ্চল ছাড়াও গাজীপুর সদর উপজেলার সালনা, কাপাসিয়া এবং কালিগঞ্জে রয়েছে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। সঠিক পরিসংখ্যান না থাকলেও গাজীপুরে ১২ লাখের বেশি গার্মেন্টস কর্মী রয়েছে।
শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানে কর্মরত ও গাজীপুরে বসবাসরত লোকের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে যাবে। এছাড়া রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় কর্মরত অনেক কর্মজীবী মানুষের পরিবার গাজীপুরে ভাড়ায় অথবা বাড়ি করে থাকেন। সব মিলিয়ে গাজীপুর জেলার অর্ধেকের বেশি লোক বহিরাগত।
সরেজমিন ঘুরলে দেখা যাবে, গাজীপুর জেলায় অধিক লোকের বসবাস থাকার কারণে শিল্প সমৃদ্ধ কয়েকটি জায়গা ঘনবসতিপূর্ণ হয়ে গেছে। বাইরের জেলার লোক ভাড়া অথবা জমি কিনে বাড়ি করে থাকায় বিভিন্ন সময় আত্মীয় পরিচয়ে ভয়ঙ্কর অপরাধীরা গাজীপুর জেলায় আশ্রয় নেন। ফলে প্রায়ই দেশের শীর্ষ স্থানীয় অপরাধী ও জঙ্গি গাজীপুর থেকে আটক হন।
পর্যবেক্ষণে দেখা যায়, জঙ্গি ও সন্ত্রাসী হামলায় সবচেয়ে বেশি হতাহত হয়েছে গাজীপুরে। এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বিভিন্ন স্পর্শকাতর অপরাধের অসংখ্য আসামি প্রায়ই গাজীপুর থেকে আটক হয়।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, গাজীপুরে সকল পোশাক কারখানা কতৃপক্ষ ও বাড়ির মালিকদের সচেতন হতে হবে। চাকরি কিংবা বাসা ভাড়া দেয়ার আগে প্রয়োজনীয় তথ্য নিতে হবে। তা না হলে গাজীপুরে অপরাধ আরো বাড়বে।
এসব বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এর সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জনসংখ্যার তুলনায় আইন শৃঙ্খলা বাহিনীর লোকবল কম থাকায় অপরাধ দমন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অপ্রতুল। তবে অপরাধ দমনে তাদের অভিযান চলমান রয়েছে বলে তাদের দাবি।