ঢাকা ক্যাপিটালসের মতোই বাজে অবস্থা চলছিল সিলেট স্ট্রাইকার্সের। হারের বৃত্তে বন্দি ছিল দলটি। দু’দলের প্রথম দেখায় তাই একটা দল হারের বৃত্ত ভাঙবে সেটাই ছিল অনুমেয়। হয়েছেই তাই। ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১৯৪ রান তাড়া করে চলতি বিপিএলে ঘরের মাঠে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট। এমন জয়ের পর ম্যাচসেরা জাকের হাসান জানালেও কতটা তৃপ্ত তিনি।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ব্যাট হাতে ২৭ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জাকির হাসান। দলকে দেখিয়ে গেছেন জয়ের পথ। যে পথ অনুসরণ করে পরবর্তীতে নিজেদের প্রথম জয় পেয়েছে সিলেট। ম্যাচ শেষে তাই তৃপ্তির ঢেকুর তুলেছেন জাকের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকির জানালেন, ‘উইকেট ভালো ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে জোনে পড়লে মারা যাবে। আমি ওইভাবেই পরিকল্পনা করার চেষ্টা করেছি। প্রথম ইনিংসে যেহেতু ওরা ব্যাটিং করেছে। উইকেটটি দেখে নেয়ার চেষ্টা করেছিলাম। আর আমার যেগুলো জোনে পেয়েছি ওগুলো চেষ্টা করেছি হিট করার।’
চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় কতটা স্বস্তির সেটা জানিয়ে জাকের বলেন, ‘অনেক বেশি স্বস্তিদায়ক, কারণ দল আশা করছিল যে আমরা একটা ম্যাচ জিতব। ফাইনালি আমরা একটা ম্যাচ জিতেছি। সবচেয়ে বেশি যেটা বলব যে দর্শকরা অকল্পনীয় সমর্থন করেছে পুরো আসরজুড়ে। সবসময় ফুল প্যাকড দর্শক থাকছে। তো খুব উপভোগ করছি। আরও দুটি ম্যাচ বাকি আছে (ঘরের মাঠে), তো ওগুলো জিততে পারলে ভালো লাগবে।’
ম্যাচ জেতানো এই ইনিংসটি জাকির উৎসর্গ করেন সিলেটের দর্শকদের জন্য, ‘ওইভাবে উৎসর্গ করতে চাই না। করলে এখন আপাতত আমাদের ভক্তদের করতে চাই। ওরা আমাদের অনেক সমর্থন করছে, একটু আগে যা বললাম। তাই এই ফিফটি আমি দর্শকদের উৎসর্গ করতে চাই।’