সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসিএভুক্ত এলাকা থেকে অবৈধভাবে পাথর ও বালি উত্তোলন রোধে অভিযান পরিচালানা করেছে টাস্কফোর্স।
শনিবার (৪ জানুয়ারি) উপজেলার পূর্ব জাফলংয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এসময় এতে সহযোগিতা করে পুলিশ ও বিজিবি সদস্যরা।
এসময় টাস্কফোর্স অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০টি নৌকা, ২০টি ড্রেজার ও সেভ মেশিন ধ্বংস করা হয়। এছাড়া অবৈধভাবে উত্তোলণ করা পাঁচ শতাধিক নৌকার বালু ও পাথর নদীতে পানিতে ফেলে দেওয়া হয় এবং ১৫টি ট্রাকের বালু আনলোড করে জব্দ করা হয়।
তাছাড়া টাস্কফোর্সের অভিযানে জাফলংয়ে খোলা আকাশের নীচে নদীর পাশে ও বালুচরে সিলেটের বাইরে থেকে আসা শ্রমিকদের আবাসনের জন্য গড়ে তোলা ৫টি শ্রমিক ক্যাম্প ও দোকান অপসারণ করা হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে জাফলং ও সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু ও পাথর পরিবহনের যে ৮টি রুট ব্যবহৃত হয়। সে সমস্ত রুটে ব্যারিকেড দেয়া হয়েছিল। সেগুলো রাতের আধারে দুষ্কৃতকারীরা উপড়ে ফেলেছে অভিযান চলাকালে দেখেন কর্মকর্তারা।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলাম জানান, জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে। এছাড়া রাতের বেলা যারা এসব অবৈধ কাজ করছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।