ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বেতন বৃদ্ধির দাবি

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।সোমবার সকাল থেকে গাজীপুর মহানগরীর জিরানি এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা।

প্রায় এক ঘণ্টা অবরোধ থাকার পর পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধিতে বলা আছে; যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু শ্রমিকরা তা না মেনে গতকাল রোববার সকাল থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। পরে দুপুর পর্যন্ত আন্দোলন করে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।

এরপর আজ সোমবার সকালে শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়ে ফের বিক্ষোভ শুরু করে। একপযায়ে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা সরে গেলে সকাল সাড়ে ৯ টা থেকে  ওই সড়কে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তবে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক মো. ইকবাল হোসেন জানান, অন্য শ্রমিকদের মতো নতুন শ্রমিকদেরও (চাকরিতে এক বছরের কম) বেতন বৃদ্ধি করতে হবে। যারা আগে কাজে যোগ দিয়েছে তারাও যে কাজ করে আমরাও সেই কাজ করি। তাহলের আমাদের কেন বেতন বৃদ্ধি করা হবে না।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, ‘শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিল। এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেতন বৃদ্ধির দাবি

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় ০৩:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।সোমবার সকাল থেকে গাজীপুর মহানগরীর জিরানি এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা।

প্রায় এক ঘণ্টা অবরোধ থাকার পর পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধিতে বলা আছে; যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু শ্রমিকরা তা না মেনে গতকাল রোববার সকাল থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। পরে দুপুর পর্যন্ত আন্দোলন করে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।

এরপর আজ সোমবার সকালে শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়ে ফের বিক্ষোভ শুরু করে। একপযায়ে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা সরে গেলে সকাল সাড়ে ৯ টা থেকে  ওই সড়কে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তবে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক মো. ইকবাল হোসেন জানান, অন্য শ্রমিকদের মতো নতুন শ্রমিকদেরও (চাকরিতে এক বছরের কম) বেতন বৃদ্ধি করতে হবে। যারা আগে কাজে যোগ দিয়েছে তারাও যে কাজ করে আমরাও সেই কাজ করি। তাহলের আমাদের কেন বেতন বৃদ্ধি করা হবে না।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, ‘শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিল। এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে’।