ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ৪ নং ওয়ার্ডের ৩শত পরিবারেরকে সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
রবিবার(৫ জানুয়ারি ২০২৫) সকালে কাজল হাওলাদার বাড়ির দরজায় ইয়াসিন আনোয়ারা ফাউন্ডেশন এর সৌজন্যে সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর পক্ষ থেকে ৩শত দুস্ত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন টবগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজল হাওলাদার, টবগী ৪ নং ওয়ার্ডের মেম্বার ইকবাল হোসেন পারভেজ হাওলাদার, রাফেজ হাওলাদার, টবগী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল হাওলাদার, ফয়সাল হাওলাদারসহ স্হানীয় লোকজন ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
আলমগীর নামে এক ব্যক্তি বলেন- গতবার শীতেও ইয়াসিন আনোয়ারা ফাউন্ডেশন এর সৌজন্যে একটি কম্বল পেয়েছি, এবারও একটি কম্বল দিয়েছেন, এবং আমাদের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম পক্ষ থেকে কম্বলটি পেয়ে খুব খুশি হয়েছি, যেইভাবে শীত পড়তেছে। দোয়া করি এতো সুন্দর আয়োজন করে ৩শত পরিবারেকে কম্বল পাইয়ে দিতে সহায়তা করায়।
এসময় টবগী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল হাওলাদার বলেন – প্রতি শীতেই আমার নেতা ও ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি, তারই ধারাবাহিকতায় এই শীতেও ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর পক্ষ থেকে টবগী ২,৩,৪,৫, নং ওয়ার্ডের ৩শত পরিবারকে ইয়াসিন আনোয়ারা ফাউন্ডেশনের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করি। সবাই আমার নেতা হাফিজ ইব্রাহিমের জন্য দোয়া করবেন।