সিলেটের গোয়াইন ঘাটসহ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ভোরে গোয়াইনঘাটের বিছনাকান্দি ও প্রতাপপুর বিওপিসহ সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় পয়েন্টগুলো থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, গার্নিয়ার ক্রিম, থান কাপড়, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, কেনু, চিনি, ফুচকা, পোস্ত দানা, বডি স্প্রে, ক্যান্ডি, সাবান উদ্ধার করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং চোরাচালানের মালামাল পরিবহণে বব্যহৃত মাহিন্দ্র ট্রাক্টরও আটক করা হয়।
এসবের বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা।