স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শোয়ানুর জামান নয়নের মৃত্যুর ব্যর্থতার দায় অবশ্যই আমাদের আছে। ফায়ার ফাইটাররা কাজ করা অবস্থায় সেখানে ট্রাক চলাচল করা মোটেও উচিত ছিল না, তারপরও চলছে। কিন্তু ইতোমধ্যেই আমরা ট্রাকচালককে ধরে ফেলছি। তাকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে ফায়ার ফাইটার নয়নের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আগুনের সূত্রপাত কীভাবে হয়ে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা একটা হাইপাওয়ার তদন্ত কমিটি গঠন করেছি। এই তদন্ত কমিটি রিপোর্টটা দিলে খুব শিগগিরই আপনারা জানতে পারবেন এর সূত্রপাত কীভাবে এবং কেন এই অগ্নিকাণ্ড ঘটেছে।
ছাত্র আন্দোলনের দুজন উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, এটা ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র হতে পারে-আপনার কাছে এমনটা মনে হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনভেস্টিগেশনের আগে আমি কিছু বলতে পারব না। কেননা এখান থেকে ক্যাবিনেট ডিভিশন থেকে ইনভেস্টিগেশন টিম তৈরি করে দিছে। ইনভেস্টিগেশনের পরে আমরা এটা বলতে পারব।