সৈকতের এই অংশে ছিল সারি সারি কেয়াবন ও পাথর।
২ / ৬
সৈকত দখল করে এভাবে গড়ে উঠছে ভবন।
৩ / ৬
সৈকত দখল করে এভাবে গড়ে উঠছে ভবন।
৪ / ৬
সৈকত দখল করে এভাবে গড়ে উঠছে ভবন।
৫ / ৬
সৈকত দখল করে এভাবে গড়ে উঠছে ভবন।
৬ / ৬
নতুন করে চলছে রিসোর্ট নির্মাণের কাজ।
অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যে ভরপুর দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এখন চরম সংকটে। পরিবেশ রক্ষার নামে সরকার ও প্রশাসনের কৌশলগত উদাসীনতা, আর প্রভাবশালী মহলের দখলদারি মিলে দ্বীপটির প্রাকৃতিক ভারসাম্য বিপন্ন করে তুলেছে। গত ৩ বছরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ছোট ছোট স্থাপনা, দোকানপাট উচ্ছেদ করে প্রভাবশালীদের দখলে দেওয়া হয়েছে। একই স্থানে দেড় শতাধিক অবৈধ হোটেল ও কটেজ গড়ে তোলা হয়েছে।