একটি ব্যতিক্রমধর্মী গল্পের ছবি ‘লাইভ’ লাইভ জীবন্ত হয়ে অবশেষে ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে শুভমুক্তি পাচ্ছে। তরুণ চিত্র পরিচালক শামীম আহমেদ রনি নির্মাণ করেছেন এই লাইভ সিনেমাটি। শাপলা মিডিয়া প্রযোজিত ও পরিবেশিত ‘লাইভ’ ছবিটি প্রায় ২৫টি সিনেমা হলে শুভমুক্তি পাচ্ছে।
লাইভ শুভমুক্তি উপলক্ষ্যে গতকাল ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মগবাজার একটি চাইনিজ রেষ্টুরেন্টে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে শাপলা মিডিয়া। এতে প্রধান অতিথি ছিলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুন আক্তার উপস্থিত ছিলেন। ছবির পরিচালক শামীম আহমেদ রনি, নায়ক সায়মন সাদিক ও নায়িকা মাহিয়া মাহি উপস্থিত থেকে ছবি সম্পর্কে বক্তব্য প্রদান করেন এবং ছবিটির অন্য নায়ক নবাগত আদর আজাদ উপস্থিত ছিলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন ‘এই চলচ্চিত্রের পিছনে থেকে যারা কাজ করেছেন, সাহায্য করেছেন, সায়মন, মাহি ও রনিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শিল্পী সমিতির সভাপতি হিসেবে আমার শিল্পীদের ধন্যবাদ জানাই। লাইভ ছবিতে শিল্পীরা কষ্ট করে অভিনয় করেছেন, লাইভ যাতে জীবন্ত হয়। ছবিটির সাফল্য কামনা করছি।
লাইভ ছবিতে অভিনয় করেছেন-সায়মন সাদিক, মাহিয়া মাহি, সাবেরী আলম, শিবা সানু, আদর আজাদ ও আমিন সরকার। ফাইট পরিচালনায় ভাতিজা চুন্নু, মেকাপ-নিয়ামুল, পোষাক-মোক্তার, স্থিরচিত্রে শাহ সুলতান, গীতিকার সুদীপ কুমার দীপ, চিত্র গ্রহনে সুপ্রিয় দত্ত। লাইভ ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শামীম আহমেদ রনি। লাইভ সফলতা কামনা করছি। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।