পটুয়াখালীর কলাপাড়ার পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের কলেজ রোডের বাসভবনে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে সন্ত্রাসীরা।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ হামলা, আগুন ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় হামলায় মেয়রসহ পরিবারের ৬ জন আহত হয়েছেন। একই সময় মেয়রের ছেলের গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এদিন মেয়রের ছেলের বৌভাত অনুষ্ঠানের সব মালা-মাল ভাঙচুর করা হয়েছে। তবে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থলে সেনা সদস্যরা যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
উপজেলার কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জীর বাসভবন এবং পার্শ্ববর্তী এলাকায় থাকা মন্দিরেও হামলার ঘটনা ঘটে।
একই দিন বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা অনন্ত মুখার্জী এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন। কলাপাড়া পৌর শহরের কালভার্ট এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ওরফে অমি গাজীর ব্যক্তিগত কার্যালয় বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছে।
কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুলী এ হামলা সম্পর্কে বলেন, কোনো ঘটনা ঘটলেই বিএনপির ওপর দায় চাপিয়ে দেওয়ার রেওয়াজ আওয়ামী লীগের পুরোনো অভ্যাস। কে বা কাহারা এ হামলা করেছে তা আমি জানি না। স্পষ্ট করে বলতে পারি, তবে এ ঘটনার সাথে বিএনপির লোকজন জড়িত নয়।
এ বিষয়ে কথা বলার জন্য মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার এবং কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদকে মোবাইলফোনে কল করলেও তারা ফোন রিসিভ করেননি।