চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক জায়গায় বজ্রপাতে ২ জন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মৃত দুই কৃষক হলেন- উপজেলার কসবা ইউপির ঝলঝলিয়া গ্রামের মাওলানা মো. আব্দুল আখের কারির ছেলে মো. ওসমান গনি (৩০) ও গোমস্তাপুর উপজেলার বৈজনাথপুর বাঙ্গাবাড়ি এলাকার মোন্তাজ আলীর ছেলে উজ্জ্বল (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে নেজামপুর ইউপির কামার জগদইল গ্রামে কৃষিজমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে কসবা ইউপির ঝলঝলিয়া গ্রামে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ওসমান গনি।
নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার বিকালে কৃষিজমিতে কাজ করার সময় ওই দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।