সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বহাল ও কোটা সংস্কারের দাবিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। ঘণ্টাব্যাপী এ অবরোধ চলে। এতে মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের অনুরোধে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা `সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’সহ নানান স্লোগানে এলাকা মুখরিত করেন।
বেলা ১২টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের সামনে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। কোটা ব্যবস্থা সংস্কারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে কিছুক্ষণ ক্যাম্পাসেই বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষার্থীরা পাবনা-রাজশাহী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।