কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচি জরিপ-২/২০২৪-২৫ এর আওতায় ১ হাজার ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের মিলনায়তনে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার, গলাচিপা থানার ওসি তদন্ত মোঃ একরামুল ইসলাম, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, কৃষক প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন হালিম প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আকরামুজ্জামান ও কৃষি উপ সহকারী মোঃআনিসুর রহমান।