ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী গত ৯ জুন অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্ব ভার গ্রহণ করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা, সঞ্জীব দাশ এর সভাপতিত্বে চেয়ারম্যানদের কাছে স্ব স্ব দ্বায়িত্ব হস্তান্তর করা হয়।
এছাড়াও উক্ত উপজেলা পরিষদের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে বাৎসরিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রেজাউল করিম সোয়েব, ভাইস চেয়ারম্যান মোঃ হাসান সিকদার মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিমুল ও পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান এড, হাফিজুর রহমান, পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কেএম খায়রুল আহসান খায়ের, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন এবং সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ প্রমূখ। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রেজাউল করিম সোয়েব বলেন, ভাইস চেয়ারম্যান হাসান সিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিমুলসহ “সবাইকে সঙ্গে নিয়ে এবং সকলের মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে পটুয়াখালী সদর উপজেলাকে আধুনিক ও বাস্তব সম্মত স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ ভাবে জনগনের সেবক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।