বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের লোকজন উল্লাসের ঈদ পালন করছেন। অপরদিকে বিএনপি নেতাকর্মীদের বেশিরভাগের বাসায় চলছে শোকের মাতম। কেউ গুম হয়েছেন, ফিরে আসবেন সে অপেক্ষায় প্রহর গুনছেন তার স্বজনরা। আর যারা ফ্যাসিবাদী সরকারের নির্যাতনে নিহত হয়েছেন, তাদের স্বজনদের ঈদ আজ বিষাদময়। তাদের জীবনে কোনো আনন্দ নেই।
সোমবার পবিত্র ঈদুল আজহার দিনে ছাত্রদলের নিহত ও গুম হওয়া দুই নেতার বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপহার দেন রুহুল কবির রিজভী।
এদিন পুলিশ হেফাজতে নিহত নিউ মার্কেট থানার ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান বাপ্পীর আজিমপুরের বাসায় এবং গুম হওয়া সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি খালিদ হাসান সোহেলের বাংলাবাজারের বাসায় যান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ডা. মো. সালাউদ্দিন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।