🚫নিউজ দেখলাম দুবাইতে বাইক রাইডার ঈদের দিনও ছুটি নেই এই হচ্ছে প্রবাসী 🥲এরই নাম প্রবাসী বুকে হাঝারা কষ্ট চাপা রেখে যা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিনিয়ত মিথ্যে হাসি হেসে যাচ্ছে
এর সার্কুলার দিয়েছে। অনেকেই হুমড়ি খেয়ে পড়তে আগ্রহ নিয়ে। সেই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা বললাম বাকিটা আপনার ডিসিশন।
👉প্রথমে ভিসা, টিকেট করে দুবাই আসতে হবে, এসে লাইসেন্স করতে হবে । এটার সম্পূর্ণ টাকা আপনাকে পে করতে হবে।
👉যদি কোন কোম্পানির মাধ্যমে আসেন তারা আপনাকে লেবার ক্যাম্পে রাখতে চাইলে বস্তিতে বসবাস করার অভ্যাস করে আসতে হবে ।
👉এক মাস বসে থাকা লাগবে ইমারত আইডির জন্য।
👉আইডি আসার পর মোটরসাইকেল এর ফাইল খুলতে হবে।
👉বাইকের ট্রেনিং এবং পরীক্ষা কয় মাস লাগবে সেটা আপনার এজেন্সির উপর ডিপেন্ড করবে।
👉লাইসেন্স পাবার পর তারা আপনাকে যে কোন এক জব দিবে যেমন Talabat, Noon, Deliveroo, Careem Delivery,
👉খাওয়া খরচ এবং পেট্রোল খরচ প্রায় ৩০ হাজার টাকা।
👉থাকা(রুম) নিজের হলে ১১/১২ হাজার টাকা লাগবে।
👉নিউজ দেখলাম স্যালারি হিসেবে দিবে ৮৩,০০০ টাকা, থাকা, খাওয়া, পেট্রোল, ট্র্যাফিক ফাইন শেষে কত বাচে হিসাব করেন।
👉 যেখানেই থাকবেন ১ রুমে ৬/৮/১০ জন থাকে।
👉রাস্তায় বাইক চালাতে গেলে ট্র্যাফিক ফাইন আসলে সেটা আপনাকে দিতে হবে।
👉প্রতিদিন ১২ ঘণ্টা ডিউটি এবং ২ ঘণ্টা আসা যাওয়া মোট ১৪ ঘণ্টা ডিউটির ভিতর থাকতে হবে, ২৫০-৩০০ কিমি বাইক রাইড করা লাগবে।
👉কোম্পানি নানান কারণে এটা ওটা অজুহাত দিয়ে টাকা কাটবে আপনার স্যালারি থেকে।
👉গরম এর তাপমাত্রা ৫০° এর আশেপাশে থাকে সারা বছর। ২-৩ মাস ঠাণ্ডা থাকে।
👉কতদিন লাগবে ভিসা, লাইসেন্স এবং চাকরি হইতে সেটা কেউ গ্যারান্টি দিতে পারবে না কারণ ওদের কথা কাজে মিল থাকে না। মিনিমাম ৬ মাস বাড়ি থেকে টাকা এনে খাওয়ার মত ব্যাকাপ নিয়ে আসতে হবে।
👉 চাইলেই চাকরি ছাড়তে পারবেন না মিনিমাম ১ বছর করা লাগবে।
এখন সিদ্ধান্ত আপনার।