ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের অবস্থান কর্মসূচি মেডিকেল ভর্তি পরীক্ষাহল পরিদর্শনে গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড কুমিল্লায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় ৯৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব লডাঙ্গায় মাছ চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র‍্যাব ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১১ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা। অপ্রত্যাশিত ঘটনার দ্বারা শেষ হলো গোয়ানঘাটের আন্তঃ ইউনিয়ন অনূর্ধ্ব ১৭ এর (বালক) ফুটবলের ফাইনাল ম্যাচ বোরহানউদ্দিন সাংস্কৃতিক সংসদ কমিটি গঠন রসিক মেয়র কে দুদকের চিঠি সরিষার ক্ষেতের সৌন্দর্যের আড়ালে ভয়ংকর রাসেল ভাইপার

দুবাইতে বাইক রাইডার ঈদের দিনও ছুটি নেই

🚫নিউজ দেখলাম দুবাইতে বাইক রাইডার ঈদের দিনও ছুটি নেই এই হচ্ছে প্রবাসী 🥲এরই নাম প্রবাসী বুকে হাঝারা কষ্ট চাপা রেখে যা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিনিয়ত মিথ্যে হাসি হেসে যাচ্ছে
এর সার্কুলার দিয়েছে। অনেকেই হুমড়ি খেয়ে পড়তে আগ্রহ নিয়ে। সেই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা বললাম বাকিটা আপনার ডিসিশন।
👉প্রথমে ভিসা, টিকেট করে দুবাই আসতে হবে, এসে লাইসেন্স করতে হবে । এটার সম্পূর্ণ টাকা আপনাকে পে করতে হবে।
👉যদি কোন কোম্পানির মাধ্যমে আসেন তারা আপনাকে লেবার ক্যাম্পে রাখতে চাইলে বস্তিতে বসবাস করার অভ্যাস করে আসতে হবে ।
👉এক মাস বসে থাকা লাগবে ইমারত আইডির জন্য।
👉আইডি আসার পর মোটরসাইকেল এর ফাইল খুলতে হবে।
👉বাইকের ট্রেনিং এবং পরীক্ষা কয় মাস লাগবে সেটা আপনার এজেন্সির উপর ডিপেন্ড করবে।
👉লাইসেন্স পাবার পর তারা আপনাকে যে কোন এক জব দিবে যেমন Talabat, Noon, Deliveroo, Careem Delivery,
👉খাওয়া খরচ এবং পেট্রোল খরচ প্রায় ৩০ হাজার টাকা।
👉থাকা(রুম) নিজের হলে ১১/১২ হাজার টাকা লাগবে।
👉নিউজ দেখলাম স্যালারি হিসেবে দিবে ৮৩,০০০ টাকা, থাকা, খাওয়া, পেট্রোল, ট্র্যাফিক ফাইন শেষে কত বাচে হিসাব করেন।
👉 যেখানেই থাকবেন ১ রুমে ৬/৮/১০ জন থাকে।
👉রাস্তায় বাইক চালাতে গেলে ট্র্যাফিক ফাইন আসলে সেটা আপনাকে দিতে হবে।
👉প্রতিদিন ১২ ঘণ্টা ডিউটি এবং ২ ঘণ্টা আসা যাওয়া মোট ১৪ ঘণ্টা ডিউটির ভিতর থাকতে হবে, ২৫০-৩০০ কিমি বাইক রাইড করা লাগবে।
👉কোম্পানি নানান কারণে এটা ওটা অজুহাত দিয়ে টাকা কাটবে আপনার স্যালারি থেকে।
👉গরম এর তাপমাত্রা ৫০° এর আশেপাশে থাকে সারা বছর। ২-৩ মাস ঠাণ্ডা থাকে।
👉কতদিন লাগবে ভিসা, লাইসেন্স এবং চাকরি হইতে সেটা কেউ গ্যারান্টি দিতে পারবে না কারণ ওদের কথা কাজে মিল থাকে না। মিনিমাম ৬ মাস বাড়ি থেকে টাকা এনে খাওয়ার মত ব্যাকাপ নিয়ে আসতে হবে।
👉 চাইলেই চাকরি ছাড়তে পারবেন না মিনিমাম ১ বছর করা লাগবে।

এখন সিদ্ধান্ত আপনার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের অবস্থান কর্মসূচি

দুবাইতে বাইক রাইডার ঈদের দিনও ছুটি নেই

আপডেট সময় ১০:৩১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪

🚫নিউজ দেখলাম দুবাইতে বাইক রাইডার ঈদের দিনও ছুটি নেই এই হচ্ছে প্রবাসী 🥲এরই নাম প্রবাসী বুকে হাঝারা কষ্ট চাপা রেখে যা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিনিয়ত মিথ্যে হাসি হেসে যাচ্ছে
এর সার্কুলার দিয়েছে। অনেকেই হুমড়ি খেয়ে পড়তে আগ্রহ নিয়ে। সেই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা বললাম বাকিটা আপনার ডিসিশন।
👉প্রথমে ভিসা, টিকেট করে দুবাই আসতে হবে, এসে লাইসেন্স করতে হবে । এটার সম্পূর্ণ টাকা আপনাকে পে করতে হবে।
👉যদি কোন কোম্পানির মাধ্যমে আসেন তারা আপনাকে লেবার ক্যাম্পে রাখতে চাইলে বস্তিতে বসবাস করার অভ্যাস করে আসতে হবে ।
👉এক মাস বসে থাকা লাগবে ইমারত আইডির জন্য।
👉আইডি আসার পর মোটরসাইকেল এর ফাইল খুলতে হবে।
👉বাইকের ট্রেনিং এবং পরীক্ষা কয় মাস লাগবে সেটা আপনার এজেন্সির উপর ডিপেন্ড করবে।
👉লাইসেন্স পাবার পর তারা আপনাকে যে কোন এক জব দিবে যেমন Talabat, Noon, Deliveroo, Careem Delivery,
👉খাওয়া খরচ এবং পেট্রোল খরচ প্রায় ৩০ হাজার টাকা।
👉থাকা(রুম) নিজের হলে ১১/১২ হাজার টাকা লাগবে।
👉নিউজ দেখলাম স্যালারি হিসেবে দিবে ৮৩,০০০ টাকা, থাকা, খাওয়া, পেট্রোল, ট্র্যাফিক ফাইন শেষে কত বাচে হিসাব করেন।
👉 যেখানেই থাকবেন ১ রুমে ৬/৮/১০ জন থাকে।
👉রাস্তায় বাইক চালাতে গেলে ট্র্যাফিক ফাইন আসলে সেটা আপনাকে দিতে হবে।
👉প্রতিদিন ১২ ঘণ্টা ডিউটি এবং ২ ঘণ্টা আসা যাওয়া মোট ১৪ ঘণ্টা ডিউটির ভিতর থাকতে হবে, ২৫০-৩০০ কিমি বাইক রাইড করা লাগবে।
👉কোম্পানি নানান কারণে এটা ওটা অজুহাত দিয়ে টাকা কাটবে আপনার স্যালারি থেকে।
👉গরম এর তাপমাত্রা ৫০° এর আশেপাশে থাকে সারা বছর। ২-৩ মাস ঠাণ্ডা থাকে।
👉কতদিন লাগবে ভিসা, লাইসেন্স এবং চাকরি হইতে সেটা কেউ গ্যারান্টি দিতে পারবে না কারণ ওদের কথা কাজে মিল থাকে না। মিনিমাম ৬ মাস বাড়ি থেকে টাকা এনে খাওয়ার মত ব্যাকাপ নিয়ে আসতে হবে।
👉 চাইলেই চাকরি ছাড়তে পারবেন না মিনিমাম ১ বছর করা লাগবে।

এখন সিদ্ধান্ত আপনার।