পটুয়াখালীতে ৩৫ টি গ্রামে ২৫ হাজার মানুষ পবিত্র ঈদুল আযহা পালন করছে সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় ২ হাজার মানুষ সৌদি আরবের সাথে সংগতি রেখে আগাম ঈদ উদযাপন করছে তারা।
আজ সকাল সারে ৮ টায় বদরপুর দরবার শরীফে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বদরপুর দরবার শরিফের খাদেম, মোঃ নাজমুল হোসেন জানন, সৌদি আরবের সাথে সংগতি রেখে ১৯২৮সন থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে থেকে রোজা রাখা শুরু করে। এরই ধারাবাহিকতায় একদিন আগে তারা ঈদ উদযাপন করেছিল।
আজ সকাল সাড়ে আটটায় বদলপুর দরবার শরীফ মাঠে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।
জেলার ৩৫গ্রামের মধ্যে রয়েছে গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, বগা, ধাউরাভাঙ্গা, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিন দেবপুর।
এরা সবাই হানিফি মাজহাব কাদেরিয়া তরিকা ভক্ত। এদের বর্তমান পীর চট্রগ্রামের চন্দনাইশ উপজেলার হযরত শাহসুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী।
আজকে ঈদের নামাজে ইমামতি করেন, মাওলানা শফিকুল ইসলাম গনি, ইমাম ও খতিব বদরপুর দরবার শরীফ,পটুয়াখালী।