চাঁপাইনবাবগঞ্জে আম মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকাল সাড়ে ৫ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে বঙ্গবন্ধু মঞ্চে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের অধীনে মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, সভার সভাপতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রহিমা খাতুনের সঞ্চালনায় সভায় পরিবারে আম প্রক্রিয়াজাত বিষয়ে বক্তব্য রাখেন, কৃষি উদ্যোক্তা মুনজের আলম।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কেএম কায়সার হোসেন, প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকারসহ কৃষি দপ্তরের কর্মকর্তা -কর্মচারীগণ এবং জেলার কৃষি উদ্দোক্তাগণ।
আম মেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় উৎপাদিত ২২৭ জাতের আম প্রদর্শন করা হয়।