গতকাল ২৭শে জ্যৈষ্ঠ ১০ই জুন ২০২৪ ইং সোমবার চট্টগ্রাম আনোয়ারাস্থ প্রায় ৩’শত বছরের ঐতিহ্যবাহী প্রাচীনতম দরবার ওষখাইন আলী নগর দরবার শরীফ এর গাউছিয়া রহমানিয়া মাওলা মঞ্জিল-এ আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে মুফতিয়ে বাঙ্গাল হযরত মাওলানা শাহ্ আমিনুর রহমান (রহ.) এর ৩১ তম বার্ষিক ওরস শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
ওরস শরীফে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন অত্র দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে ত্বরিক্বত মাওলানা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী ছিদ্দিকী আল কুরাইশী (মা:জি:আ:)। দরবারের সম্মানিত আউলাদে পাক শাহজাদা সুলতান উদ্দীন, শাহজাদা সাহিলুর রশিদ, শাহজাদা মিরু সহ দেশবরেণ্য আলেম-ওলামা, সাংবাদিক এবং ভক্তবৃন্দগণ উপস্থিত ছিলেন।