চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে ৩৬টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রদর্শন করে।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ দুররুল হোদার সভাপতিত্বে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন, জেলা শিক্ষা অফিসার আবদুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন, দেবীনগর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আজিজ, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,কোদালকাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম আলী, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফজলে রাব্বী ও মুস্তাফিজুর রহমান, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার সাবেক সম্পাদক অধ্যাপক জোনাব আলী।
অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ মার্শালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আসলাম কবীর।
বুধবার দুইদিনব্যাপী এ বিজ্ঞান মেলা শেষ হবে।
উল্লেখ্য, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়টি শিক্ষা পাঠদানে ব্যাপক সাড়া জাগিয়ে এ বছর রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরবার্জন করেছে।