পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতের সাথে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
সোমবার (১০ জুন) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৪ জুন শুক্রবার থেকে ২১ জুন শুক্রবার পর্যন্ত এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আবার ২২ জুন শনিবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দৈনিক আমাদের মাতৃভূমিকে নিশ্চিত করেন, কোরবানির ঈদ উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পাশাপাশি এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী স্বাভাবিক ভাবে পারাপার স্বাভাবিক থাকবে।