চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের ভেতর একটি গরুকে দৌড়াতে দেখা গেছে। শুক্রবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। শনিবার এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা প্রান্ত থেকে টানেল পার হওয়ার সময় গরুবোঝাই ট্রাক থেকে একটি গরু লাফ দিয়ে নেমে পড়ে। গরুটি টানেলের ভেতর দৌড়াতে থাকে। পরে নিরাপত্তা কর্মীরা গরুটিকে আটক করে গাড়িতে তুলে দেয়। এ সময় পাশ দিয়ে যাওয়া গাড়ি থেকে অনেকেই সেই দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট দিলে সেটি ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম জানান, শুক্রবার রাতে টানেল পার হওয়ার সময় একটি কালো রঙের মাঝারি সাইজের গরু দৌড়ে পার হতে দেখা যায়। এ সময় টানেলে চলাচলরহ গাড়িগুলো বেকায়দায় পড়ে যায়। গরুটি যাতে আহত না হয় গাড়িগুলো গতি কমিয়ে আনে।
টানেলের টোল প্লাজার কর্মকর্তা বেলালুর রহমান বলেন, গরুবোঝাই গাড়ি থেকে নেমে যাওয়া গরুটিতে আটক করে নিরাপত্তাকর্মীরা গাড়িতে তুলে দিয়েছে। দড়ি না থাকায় গরুটিতে আটক করতে নিরাপত্তাকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে। তবে গাড়িবোঝাই ছাড়া টানেলে গরু প্রবেশের কোনো সুযোগ নেই।