ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অত্যাধুনিক রকেটের পরীক্ষা চালাল পাকিস্তান, কতদূর আঘাত হানতে সক্ষম?

অত্যাধুনিক রকেটের পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। নতুন এই প্রযুক্তিটি ৪০০ কিমি. দূরপাল্লার আঘাত হানতে সক্ষম।

আধুনিক এই রকেটটির নাম ফাতাহ-২। ধারণা করা হচ্ছে এই অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তি আরও বাড়িয়ে তুলবে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। পাকিস্তানের সেনাপ্রধান, তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন।

জানা যায়, গাইডেন্স সিস্টেম এই রকেটটিকে নির্ভুল অস্ত্র হিসাবে সামনে এনেছে। এর ট্র্যাজেক্টোরি মোড এবং টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির ফলে এই রকেটটি শত্রুর অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেমও এড়াতে সক্ষম।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উৎক্ষেপণের মহড়া ও পদ্ধতি নিখুঁত করতেই আজকের উৎক্ষেপণ।

সংস্থাটি জানিয়েছে, ফাতাহ-২ পাকিস্তানের আর্টিলারি ডিভিশনে মোতায়েন করা হচ্ছে। এই রকেট ব্যবস্থা পাকিস্তান সেনাবাহিনীর প্রচলিত অস্ত্রাগারের পরিধি ও প্রাণঘাতী সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে।

পরীক্ষার পর ফাতাহ-২ রকেটটিকে এখন পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং এটি এখন পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে ব্যবহার করতে পারবে।

আইএসপিআর জানায়, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান, সেনাপ্রধান এবং সকল বাহিনী প্রধানগণ এই অসাধারণ অর্জনে অংশগ্রহণকারী সৈন্য ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অত্যাধুনিক রকেটের পরীক্ষা চালাল পাকিস্তান, কতদূর আঘাত হানতে সক্ষম?

আপডেট সময় ০৯:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

অত্যাধুনিক রকেটের পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। নতুন এই প্রযুক্তিটি ৪০০ কিমি. দূরপাল্লার আঘাত হানতে সক্ষম।

আধুনিক এই রকেটটির নাম ফাতাহ-২। ধারণা করা হচ্ছে এই অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তি আরও বাড়িয়ে তুলবে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। পাকিস্তানের সেনাপ্রধান, তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন।

জানা যায়, গাইডেন্স সিস্টেম এই রকেটটিকে নির্ভুল অস্ত্র হিসাবে সামনে এনেছে। এর ট্র্যাজেক্টোরি মোড এবং টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির ফলে এই রকেটটি শত্রুর অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেমও এড়াতে সক্ষম।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উৎক্ষেপণের মহড়া ও পদ্ধতি নিখুঁত করতেই আজকের উৎক্ষেপণ।

সংস্থাটি জানিয়েছে, ফাতাহ-২ পাকিস্তানের আর্টিলারি ডিভিশনে মোতায়েন করা হচ্ছে। এই রকেট ব্যবস্থা পাকিস্তান সেনাবাহিনীর প্রচলিত অস্ত্রাগারের পরিধি ও প্রাণঘাতী সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে।

পরীক্ষার পর ফাতাহ-২ রকেটটিকে এখন পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং এটি এখন পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে ব্যবহার করতে পারবে।

আইএসপিআর জানায়, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান, সেনাপ্রধান এবং সকল বাহিনী প্রধানগণ এই অসাধারণ অর্জনে অংশগ্রহণকারী সৈন্য ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।