হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে অনাবাদী পতিত জমি ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও তেল জাতীয় ফসল (সরিষা) আবাদ বৃদ্ধিকরণের লক্ষ্যে জৈব কৃষি উপকরণ বিতরণ এবং কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার ৭ নভেম্বর দুপুরে লস্কর পুরে কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ইশরাত জাহান।
সভাপতিত্ব করেন বর্ণালী পাল, উপজেলা নির্বাহী অফিসার, হবিগঞ্জ সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ স্থানীয় গ্রামবাসী সহ অন্যান্য সুধিবৃন্দ। এ সময় চরহামুয়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ সদর কর্তৃক বাস্তবায়নাধীন নিরাপদ সবজি গ্রামের শুভ উদ্বোধন করা হয় এবং এস এল সি প্রদর্শনী সিনজেন্টা এর শস্য কর্তন উদ্বোধন করা হয়।