স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। এবার তিনি শারীরিকভাবে ফিট থাকার রহস্য উন্মোচন করলেন।
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ঘুম থেকে উঠে দিন শুরু হয় যোগ ব্যায়াম দিয়ে। ট্রেনারের সঙ্গেও পরিচয় করিয়ে দেন তিনি। একসঙ্গে কীভাবে প্রেগন্যান্সি ওয়ার্কআউট বা যোগ করেন সেটা ‘আ ডে উইথ মি’ অ্যালবামে শেয়ার করেছেন।
প্রসঙ্গত, টালিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী। এর পর একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান।