দৈনিক সিলেট এক্সপ্রেস’সহ আঞ্চলিক ৫ পত্রিকার প্রকাশক মো. ছুরত আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সোমবার (১০ জুলাই) সিলেটের সাইবার ট্রাইব্যুনালে এ নালিশা মামলা করা হয়, সুনামগঞ্জের দোয়ারাবাজার প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ইনামুল কবির মুন্না এ মামলা করেন।
দৈনিক সিলেট এক্সপ্রেস’র প্রকাশক মো. ছুরত আলীর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার রহমতপুর গ্রামে। মামলায় ছুরত আলীর সহযোগী ২ নারীসহ আরো ৭ জনকে আসামী করা হয়েছে।
অপর আাসামীরা হলেন,দোয়ারাবাজার উপজেলা বরকত নগর গ্রামের গোলাম রহমান, একই গ্রামের ফাতেমা আক্তার ও তানিয়া আক্তার লিলি, কামরুল ইসলাম, উপজেলার টিলাগাওঁয়ের মনোয়ার হোসেন, রসরাই গ্রামের ওসমান গনি ও অজ্ঞাত ঠিকানার মোঃ তোফায়েল আহমেদসহ অজ্ঞাত ৪/৫ জন।
মামলায় অভিযোগ করা হয়, মো. ছুরত আলী ২০২২ সালে তার মালিকানা ও প্রকাশনাধীন দৈনিক সিলেট এক্সপ্রেস পত্রিকায় নিজ নামে একটি প্রতিবদন প্রকাশ করেন।
ওই প্রতিবদনে বাদী ইনামুল কবির মুন্নার বিরুদ্ধে মানহানীকর ও অপবাদমূলক নানা মিথ্যা তথ্য পরিবেশন করেন।
পরে ওই পত্রিকার নিউ কাটিং নিজ ফেইসবুক আইডিতে আপলোড করে অন্যদের শেয়ার করান,রে অপরাপর বিবাদীরা এই নিউজ কাটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেন।
এতে তিনি সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন আদালত মামলাটি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫,২৯ ও ৩৫ ধারায় আমলে নিয়ে তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি’কে নির্দশ দেন, ট্রাইব্যুনালের সেরস্তা মামলা দায়েরের সত্যতা নিশ্চত করেছে।