গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনী কর্তৃক মহিলা, শিশু ও বেসামরিক ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে রংপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠন। ১৩ই এপ্রিল (রোববার) বিকেল ৪টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর পাযরা চত্ত্বর দিয়ে, স্টেশন রোড, প্রেস ক্লাব হয়ে দেওযানবাড়ী রোড, জেলা পরিষদ সুপার মার্কেট দিয়ে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার হয়ে পাবলিক লাইব্রুরী, সিটি কর্পোরেশন, সিটি বাজার হয়ে পুনরায় পায়রা চত্ত্বর দিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, রংপুর জেলার আহবায়ক মোঃ আজমল হোসেন লেবু, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিযর সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি জহেদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মো: হাসানুজ্জামান নাজিম, রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মাসুদ নবী মুন্না, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আনিসুর রহমান আনিছ, তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহিনুর রহমান মার্শাল, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নুর ইসলাম যাদু, বদরগঞ্জ উপজেলা জাপা নেতা এ্যাড. মোকাম্মেল হক, জাতীয় মহিলা পার্টি রংপুর জেলার আহবায়ক ফেরদৌসী বেগম মালা, জাতীয় মহিলা পার্টি রংপুর মহানগর সদস্য সচিব জেসমিন আক্তার, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার আহবায়ক আরিফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহবায়ক ইউসুফ আহমেদ, সদস্য সচিব গোলাম মোস্তফা হীরা, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব মজহারুল ইসলাম মন্টু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক ফারুক হোসেন মন্ডল, জাতীয় তরুণ পার্টি রংপুর মহানগরসহ জাতীয পার্টি রংপুর জেলা ও মহানগর এবং বিভিন্ন উপজেলার অঙ্গ সহযোগি সংগঠনের নেতুবুন্দ।