শরীয়তপুর জাজিরা উপজেলায় খরিপ-১ মৌসুমে প্রধান অর্থকরী পাট ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্রও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়।
রবিবার(-১৩এপ্রিল) -দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপ – সহকারি কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন হাওলাদার, মিজান উদ্দিন শিকদার, এম সাইফুল হক, নিশিত বিশ্বাস আরো উপজেলার কৃষক বৃন্দ।
২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ১১৩০ জন কৃষকদের মাঝে বিনামূলে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়। কর্মসূচির আওতায় বিঘা প্রতি / কৃষক প্রতি ১ কেজি পাট বীজ,৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রধান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার জাজিরা মোঃ ওমর ফারুক উপস্থিত কৃষকদের পাট আবাদ বৃদ্ধিতে পরামর্শ প্রদান করেন এবং প্রণোদনা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।