(১৩ এপ্রিল রবিবার) বগুড়ার গাবতলীতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি পরিবারের নগদ অর্থসহ ঘরবাড়ি আসবাবপত্র জমির মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে।
জানাগেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের খুপি মন্ডলপাড়া গ্রামের মৃত আলতাফ আলী মন্ডলের ছেলে শামীম, আনোয়ার, ও রুনু মিয়ার ঘরে গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিপাতের সূত্রপাত ঘটে।
নিমিষের মধ্যে আগুনের লিলিহান শিখা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়।
ঘর থেকে কোন কিছুই বের করতে পারেনি তারা। সেখানে এখন দাড়িয়ে আছে সিমেন্টের খুটিগুলো।
ভুক্তভোগীদের সাথে কথা বললে তারা জানান, আগুনে তাদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
৪ পরিবারের লোজন খোলা আকাশের নিচে বসবাস করছে। তারা সকালের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।