দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল বুধবার। তার পরই দিনই বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) কালবেলাকে এই তথ্য নিশ্চিত করে গণভবনের একটি সূত্র।
জানা যায়, মঙ্গলবার নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। আগামীকাল নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং তার পর দিন বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।