চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপের দাবিতে ঈদ পুনর্মিলনী ও বিশাল সমাবেশ থেকে জামায়াত কে তুলোধুনা করলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সাংসদ হারুন ও সংরক্ষিত আসনের সাবেক সাংসদ তার স্ত্রী পাপিয়া। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও ভাইস চেয়ারম্যান নুজরুল ইসলামের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী সদস্য মোঃ হারুনুর রশিদ জামায়াতের বিরুদ্ধে নিজ জেলা সহ সারা দেশে দখলবানিজ্যের অভিযোগ তুলেন। এ সময় তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে খবর আসছে জামায়াত ইসলাম বালু মহল দখল সহ বিভিন্ন লুটপাটে লিপ্ত হলেও নাম হচ্ছে বিএনপি’র । অন্যদিকে প্রশাসন নির্লিপ্তভাবে ভাবে তাকিয়ে রয়েছে। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার সরকার ১৫ বছর মুলা ঝুলিয়ে উন্নয়নের নামে দেশবাসীকে গণতন্ত্র থেকে বঞ্চিত করে রেখেছিল আর বর্তমান উপদেষ্টা পরিষদ স্লোগান তুলেছে আগে সংস্কার-বিচার তারপর নির্বাচন। তাই সংষ্কারের দোহায় দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোন সুযোগ নাই।আর এ নিয়ে ষড়যন্ত্রের যে জাল কোনা হচ্ছে সে ব্যাপারে বিএনপি সজাগ থেকে মাঠে রয়েছে। তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হলে দেশের পরিস্থিতি ভয়াবগ হবে বলে হুশিয়ারী দেন। সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কমিটি সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আশিয়া আশরাফী পাপিয়া বিশেষ অতিথির ২৫ মিনিটের বক্তব্যের ২০ মিনিটই তিনি জামায়াতের বিরোধিতা করে বক্তব্য দেন। তাফসিরের মঞ্চ রাজনৈতিক মঞ্চে পরিনত করেছে জামায়াত।তিনি জামায়াতের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান দখল হবারও দাবী করেন। তিনি বলেন, সফি সাহেবের ১৩ দফার বিপরীতে তেঁতুল তত্ব নিয়ে আওয়ামীলীগ আলেমদের নিয়ে যখন হয়রানি ও নাকানিচুবানি খাওয়াচ্ছিল তখন বিএনপি সোচ্চার থাকলেও জামায়াত ছিল নিরব। এরা মাহফিলের নামে ধর্ম ও মানুষের সেন্টিমেন্ট কে ব্যবহার করে নিজেদের ভীত শক্ত করতে চায়।কিন্তু আসন্ন নির্বাচনে এরা বিরোধী দল বা সরকারী দল কোনটায় হবেনা।সারা দেশের ৩শ আসনের মধ্যে পাবে ৩ টি।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ বিএনপির উদ্যোগে নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপের দাবিতে সমাবেশ
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় ০৯:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- ৫১৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ