ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া গাবতলীতে স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত চকসাদু কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় জায়ান বাদী ইসরায়েল কর্তৃক ১৮ মাস ব্যাপী নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে। এবং ইসরাইলের সকল পন্য বয়কটের আহব্বানে চকসাদু কেন্দ্রীয় জামে মসজিদ থেকে দাঁড়াইল বাজার চার মাথা প্রর্যন্ত বিক্ষোভ মিছিল এবং দাঁড়াইল বাজার চারমাথায় স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে সংহতি সমাবেশে অনুষ্ঠিত ।

(১১ এপ্রিল শুক্রবার) বগুড়া গাবতলী চকসাদু গ্রাম থেকে শুক্রবার জুম্মার নামাজ পর হাফেজ মাওলানা মিকাইল হোসেন, খতিব চকসদু কেন্দ্রীয় জামে মসজিদ এর আহবানে বিক্ষোভ মিছিল ও সঙহতি সমাবেশে আয়োজন করেন চকসাদু গ্রামের মুসুল্লি ও জনতা। এসময় উপস্থিত ছিলেন সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আহবায়ক হাফেজ মাওলানা মিকাইল হোসেন, গাবতলী সদর ইউ পি ৫ নং ওয়ার্ডের মেম্বার জনাব আঃ ছালাম, মাওলানা আঃ রশিদ, চকসাদু গ্রামের আব্দুল্লাহ আল মামুন,সুজন ইসলাম , নাইম, আরিফ,বিপ্লব, আব্দুল্লাহ আল মামুন, আরাফাত, রিফাত, সিফাত, জিহাদ, সনি, আব্দুর সালাম সহ অনেকে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ সকল শ্রেনি পেশার তাওহীদি জনতা।
উক্ত সমাবেশ থেকে ৬টি দাবি করেন বিক্ষোভ কারীগণ
১- রাষ্ট্রীয় ভাবে ফিলিস্তিনের সহযোগিতায় সামরিক সহযোগিতা প্রেরণ করতে হবে। ২- রাষ্ট্রীয় ভাবে সকল জন্য ফিলিস্তিনের ভিসার ব্যবস্থা করতে হবে, যাতে উন্মুক্তভাবে স্বেচ্ছায় জিহাদে অংশগ্রহণ করতে পারে। ৩-কুটনৈতিক তৎপরতার মাধ্যমে অবিলম্বে ইসরায়েলি হত্যাকান্ড বন্ধ করতে হবে। ৪- ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য খাদ্য পানীয় ও ঔষধ সামগ্রী প্রেরণ করতে হবে। ৫- ইজরায়েলি সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। ৬- ব্যক্তি বিশেষ ইসরাইল পণ্য বয়কট সহ যে সমস্ত দোকান রেস্তোরাঁতে ইসরাইলি পণ্য থাকবে সেগুলোকে ও আমরা বয়কট করব।
দাঁড়াইলবাজার সংহতি সমাবেশে চকসাদু গ্রামের মুসুল্লিদের সমর্থন করে দাঁড়াইল, তরফসরতাজ, তরফমেরু, তরফভাইখা, গোড়দহ,পদ্মপাড়া চকবোচাই,চকধনাই সহ আশেপাশের সকল মুসল্লিদের উক্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন। এবং সফল ভাবে বিক্ষোভ মিছিল ও সঙহতি সমাবেশে শেষে নেতা নিয়াহু, ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ মোদির কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারী গন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়া গাবতলীতে স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত চকসাদু কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় জায়ান বাদী ইসরায়েল কর্তৃক ১৮ মাস ব্যাপী নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে। এবং ইসরাইলের সকল পন্য বয়কটের আহব্বানে চকসাদু কেন্দ্রীয় জামে মসজিদ থেকে দাঁড়াইল বাজার চার মাথা প্রর্যন্ত বিক্ষোভ মিছিল এবং দাঁড়াইল বাজার চারমাথায় স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে সংহতি সমাবেশে অনুষ্ঠিত ।

(১১ এপ্রিল শুক্রবার) বগুড়া গাবতলী চকসাদু গ্রাম থেকে শুক্রবার জুম্মার নামাজ পর হাফেজ মাওলানা মিকাইল হোসেন, খতিব চকসদু কেন্দ্রীয় জামে মসজিদ এর আহবানে বিক্ষোভ মিছিল ও সঙহতি সমাবেশে আয়োজন করেন চকসাদু গ্রামের মুসুল্লি ও জনতা। এসময় উপস্থিত ছিলেন সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আহবায়ক হাফেজ মাওলানা মিকাইল হোসেন, গাবতলী সদর ইউ পি ৫ নং ওয়ার্ডের মেম্বার জনাব আঃ ছালাম, মাওলানা আঃ রশিদ, চকসাদু গ্রামের আব্দুল্লাহ আল মামুন,সুজন ইসলাম , নাইম, আরিফ,বিপ্লব, আব্দুল্লাহ আল মামুন, আরাফাত, রিফাত, সিফাত, জিহাদ, সনি, আব্দুর সালাম সহ অনেকে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ সকল শ্রেনি পেশার তাওহীদি জনতা।
উক্ত সমাবেশ থেকে ৬টি দাবি করেন বিক্ষোভ কারীগণ
১- রাষ্ট্রীয় ভাবে ফিলিস্তিনের সহযোগিতায় সামরিক সহযোগিতা প্রেরণ করতে হবে। ২- রাষ্ট্রীয় ভাবে সকল জন্য ফিলিস্তিনের ভিসার ব্যবস্থা করতে হবে, যাতে উন্মুক্তভাবে স্বেচ্ছায় জিহাদে অংশগ্রহণ করতে পারে। ৩-কুটনৈতিক তৎপরতার মাধ্যমে অবিলম্বে ইসরায়েলি হত্যাকান্ড বন্ধ করতে হবে। ৪- ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য খাদ্য পানীয় ও ঔষধ সামগ্রী প্রেরণ করতে হবে। ৫- ইজরায়েলি সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। ৬- ব্যক্তি বিশেষ ইসরাইল পণ্য বয়কট সহ যে সমস্ত দোকান রেস্তোরাঁতে ইসরাইলি পণ্য থাকবে সেগুলোকে ও আমরা বয়কট করব।
দাঁড়াইলবাজার সংহতি সমাবেশে চকসাদু গ্রামের মুসুল্লিদের সমর্থন করে দাঁড়াইল, তরফসরতাজ, তরফমেরু, তরফভাইখা, গোড়দহ,পদ্মপাড়া চকবোচাই,চকধনাই সহ আশেপাশের সকল মুসল্লিদের উক্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন। এবং সফল ভাবে বিক্ষোভ মিছিল ও সঙহতি সমাবেশে শেষে নেতা নিয়াহু, ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ মোদির কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারী গন।